শনিবার, ২৩ মে, ২০২০ ০০:০০ টা

টাকার বিনিময়ে দোকান খোলার অনুমতি!

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে টাকার বিনিময় শপিংমল খোলার অনুমতি পেলেন ব্যবসায়ীরা। সূত্র জানায়, ১০ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে শপিংমল খোলার অনুমতি দেয় সরকার। তার পরও করোনাভাইরাসের প্রভাবের কারণে বাজার কমিটি ওই বাজারের নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দোকান ছাড়া অন্যান্য দোকান বন্ধ রাখার ঘোষণা দেন বাজার কমিটির সাধারণ সম্পাদক। এর একপর্যায়ে ১৪ মে ওই বাজার কমিটির সাধারণ সম্পাদক নোমান মিয়া কিছু গার্মেন্ট, কসমেটিকস ও জুতা ব্যবসায়ীদের হাত করে দোকান প্রতি ৫০০ থেকে ১ হাজার/২ হাজার টাকার বিনিময়ে ২১ মে থেকে দোকান খোলার অনুমতি দেন বলে বাজারের একাধিক ব্যবসায়ী গতকাল অভিযোগ করেন। অভিযোগ প্রসঙ্গে বাজার কমিটির সাধারণ সম্পাদক নোমান মিয়া বলেন, ঈদকে সামনে রেখে ব্যবসায়ীদের সুবিধার্থে দোকান খোলার অনুমতি দিই। টাকা নিয়েছি এ কথা সঠিক নয়। তবে বাজারের কয়েকজন ব্যবসায়ী ঈদ উপলক্ষে বণিক সমিতির ফান্ডের জন্য ও করোনাভাইরাস প্রতিরক্ষায় স্বাস্থ্য সরঞ্জাম ক্রয়ের জন্য কিছু টাকা উঠিয়েছে। বাজার কমিটির সভাপতি হাজী ওমর আলী বলেন, টাকা নেওয়ার বিষয়টি বিভিন্ন ব্যবসায়ী আমাকে বলেছেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল হাসেম সরকার বলেন, দোকান খোলার নামে টাকা আদায়ের বিষয়টি একাধিক ব্যবসায়ী আমাকে  জানিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল ইসলাম খান বলেন, বাজারের দোকান খোলার নামে কেউ টাকা আদায় করলে এ মর্মে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর