মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশনায় নরসিংদীর রায়পুরা উপজেলায় গাছের চারা ও করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক বিতরণ করেছেন অ্যাড. এবিএম রিয়াজুল কবির কাওছার। গতকাল রায়পুরা পৌর এলাকা এবং আওয়ামী লীগ কার্যালয়সহ বিভিন্ন এলাকায় এসব মাস্ক ও গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমান উদ্দিন ভূইয়া, একেএম মহিউদ্দিন, আওয়ামী লীগ নেতা ইদ্রিস আলী, স্বেচ্ছাসেবক লীগ নেতা নূরউদ্দিন আহমেদ, আলমগীর হোসেন, কাজী এমদাদ, মোস্তাফিজুর রহমান ফরিদ, রহিছ মিয়া, মশিউল আলম কনক প্রমুখ।