রবিবার, ২৪ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

সেতুতে গর্ত, দুর্ভোগে তিন জেলার সীমান্তের মানুষ

লাকসাম প্রতিনিধি

সেতুতে গর্ত, দুর্ভোগে তিন জেলার সীমান্তের মানুষ

কুমিল্লার মনোহরগঞ্জের হাসনাবাদ বাজারে প্রবেশপথে ডাকাতিয়া নদীর সেতুটিতে সৃষ্টি হয়েছে গর্ত। ফলে তিন জেলার সীমান্ত এলাকার মানুষ চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন। তাছাড়া যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। ঝুঁকিপূর্ণ সেতুটি দ্রুত পুনর্নির্মাণের দাবি স্থানীয়দের।

জানা যায়, মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ঐতিহ্যবাহী বাজার। এ বাজারে আছে শত শত ব্যবসা প্রতিষ্ঠান। বাজারে প্রবেশপথে মনোহরগঞ্জ, বাইশগাঁও এবং নাথেরপেটুয়া সংযোগস্থলে ডাকাতিয়া নদীর ওপর সেতুটি খুবই জনগুরুত্বপূর্ণ। এ সেতু দিয়ে কুমিল্লা, নোয়াখালী ও চাঁদপুর জেলার সীমান্ত এলাকার ৫-৬টি ইউনিয়নের মানুষ চলাচল করেন। নব্বই দশকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর সেতুটি নির্মাণ করে। সেতুতে বড় গর্ত সৃষ্টি হওয়ায় বর্তমানে তিন জেলার সীমান্ত এলাকার মানুষ ও স্থানীয় ব্যবসায়ীরা ভোগান্তির শিকার হচ্ছে। মনোহরগঞ্জ উপজেলা প্রকৌশলী আল আমিন সর্দার জানান, সেতুটির সমস্যার কথা আমাদের জানা রয়েছে। এটি চলমান উন্নয়ন প্রকল্পের আওতাধীন। খুব শিগগিরই সংস্কার করা হবে।

সর্বশেষ খবর