মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

রোহিঙ্গা ক্যাম্পে আবারও আগুন

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আবারও অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গতকাল দুপুর আড়াইটার দিকে বালুখালি ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় একটি মাদ্রাসা সম্পূর্ণ পুড়ে যায়। তবে কোনো বসতবাড়ি ও বড় ধরনের ক্ষতি হয়নি। উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো. ইমদাদুল হক জানিয়েছেন, উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগার খবরে ফায়ার সার্ভিস স্টেশনের দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেন। তবে ফায়ার সার্ভিস যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। এ অগ্নিকান্ডের ঘটনায় শুধুমাত্র একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান পুড়ে গেছে। তবে বড় ধরনের ক্ষতি হয়নি। তাৎক্ষণিক অগ্নিকান্ডের সূত্রপাত সম্পর্কেও জানা যায়নি। 

উল্লেখ্য, গত ২২ মার্চ উখিয়ার বালুখালী ৯নং রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ওই অগ্নিকান্ডে ১১ জন রোহিঙ্গার মৃত্যু ও ১০ হাজার পরিবারের ৫০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়।

এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আগুনের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সর্বশেষ খবর