বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

মা-মেয়েকে ইউপি সদস্যের জুতাপেটা

লক্ষ্মীপুরের রায়পুরে এক সালিশ বৈঠকে ইউপি সদস্যের হাতে মা-মেয়ের জুতাপেটা হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় অভিযোগ করার পরও কাউকে আটক করতে পারেনি পুলিশ। জানা যায়, উত্তর-পূর্ব কেরোয়ায় কালা শাহ ফকির বাড়ির এক কিশোরীর সঙ্গে রামগঞ্জের এক যুবকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি পরিবার জানলেও কিশোরীর মতের বিরুদ্ধে অন্য ছেলের সঙ্গে তার বিয়ের দিন ধার্য করা হয়। কিন্তু এর আগেই প্রেমিকের সঙ্গে লাপাত্তা হয়ে যায় সে। এ ঘটনায় অষ্টম শ্রেণি পড়ুয়া এক মাদরাসাছাত্রী জড়িত রয়েছে অভিযোগ তুলে রবিবার সন্ধ্যায় গ্রাম্য সালিশ বসানো হয়। সালিশে কেরোয়া ইউপি সদস্য আরিফ হোসেন, সুমনসহ প্রভাবশালীরা উপস্থিত ছিলেন। সালিশ চলাকালে হঠাৎ ইউপি সদস্য আরিফ উত্তেজিত হয়ে নিজ পায়ের জুতা খুলে ওই ছাত্রী ও তার মাকে পেটান। রায়পুর থানার ওসি আবদুল জলিল বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। -লক্ষ্মীপুর প্রতিনিধি

 

হত্যার ভয় দেখিয়ে কিশোরীকে ধর্ষণ

গাজীপুরের কালিয়াকৈরে কিশোরীকে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলাসূত্রে জানা যায়, উপজেলার কোটামনি এলাকার এক তরুণীকে ঢোল সমুদ্র এলাকা থেকে মোটরবাইকে তুলে নিয়ে তালতলী এলাকার আনন্দ পার্কে নিয়ে যান কাঞ্চনপুর এলাকার আয়নাল হোসেন। পার্কের একটি কক্ষে কিশোরীকে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় কিশোরীর বাবা গতকাল মামলা করেন। কালিয়াকৈর থানার ওসি মনোয়ার হোসেন বলেন, আসামি ধরার চেষ্টা চলছে। এদিকে, নারায়ণগঞ্জের বন্দরে বাড়ি ভাড়া দেওয়ার কথা বলে গার্মেন্ট কর্মিকে গণধর্ষণ মামলার প্রধান আসামি লিমনকে সোমবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। নিলয় বন্দর উপজেলার কেউঢালা মুসলিমপাড়ার রুহুল আমিনের ছেলে। গতকাল তাকে আদালতে পাঠানো হয়েছে। ধর্ষণের ঘটনা ঘটে গত   ৯ মে রাতে। -নারায়ণগঞ্জ ও কালিয়াকৈর প্রতিনিধি

 

চোরকে চিনে ফেলায় পিটিয়ে হত্যা

গাজীপুরে আলোচিত কিশোর রাসেল (১৮) হত্যা মামলার প্রায় সোয়া তিন বছর পর রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ হত্যাকান্ডের প্রধান আসামি জয়নালকে গ্রেফতার করা হয়েছে। রিকশা চুরি করতে গিয়ে দেখে ফেলায় রাসেলকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। গাজীপুর পিবিআইর পুলিশ সুপার মাকছুদের রহমান গতকাল এ তথ্য জানান। ২০১৮ সালের ২ এপ্রিল গাজীপুর সদর থানার টেক ভাড়ারিয়া এলাকার ইদ্রিস আলীর রিকশা গ্যারেজ থেকে তার ভাতিজা রাসেলের লাশ উদ্ধার করে পুলিশ।          -গাজীপুর প্রতিনিধি

 

কুবিতে স্নাতক পরীক্ষার দাবিতে মানববন্ধন

স্নাতকোত্তরের পাশাপাশি স্নাতকের চূড়ান্ত পরীক্ষা নেওয়ার দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। গতকাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে তারা এ কর্মসূচি পালন করে। গত ২৯ আগস্ট সশরীরে শুধু স্নাতকোত্তরের চূড়ান্ত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। এদিকে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও ছাত্র প্রতিনিধিদের সঙ্গে বসে দ্রুত সময়ের মধ্যে অগ্রাধিকারের ভিত্তিতে স্নাতকেরও (শুধু ৪র্থ বর্ষ) পরীক্ষা শুরুর ঘোষণা দেন। তিনি বলেন, শিক্ষার্থীদের কথা চিন্তা করে স্নাতকোত্তরের পাশাপাশি স্নাতক ১০ম ব্যাচেরও পরীক্ষা শুরু হবে। পরবর্তীতে ধাপে ধাপে সব ব্যাচের    পরীক্ষা শুরু হবে।                 -কুমিল্লা প্রতিনিধি

 

বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু

কাঁচপুর ও ফতুল্লায় বিদ্যুৎস্পৃষ্টে আল আমিন (৩০) ও আশানবী (২৬) নামে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আল আমিন সোনারগাঁয়ের খালপাড় এলাকার আবদুল আজিজের ছেলে আর আশানবীর বাড়ি জামালপুরের মেলান্দহ উপজেলার হবিপুরে। -নারায়ণগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর