পর্যটন কেন্দ্র কুয়াকাটাকে সাজিয়ে তোলা হয়েছে নতুন সাজে। সৈকতে বসার বেঞ্চ ও ছাতায় এখন নতুনত্বের ছোঁয়া। বিভিন্ন পয়েন্টে শোভা পাচ্ছে লাল, নীল বেগুনীসহ রং বে-রঙের পতাকা। ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার টোয়াক’র প্রতিষ্ঠাবার্ষিকীতে এমন রূপে সাজিয়ে তুলেছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। পর্যটকদের সেবার মান উন্নয়নে গতকাল সকাল ১০টায় সৈকতেই উদযাপন করা হয় ‘স্পেশাল ডে’। বের হয়েছে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা। এতে পর্যটন ব্যবসায়ী, স্থানীয়, ট্যুর অপারেটরস সংগঠনে নেতৃবৃন্দ ও আগত পর্যটকরা অংশগ্রহণ করেন। পরে কুয়াকাটার অভিজাত একটি আবাসিক হোটেলের হলরুমে টোয়াকের প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক অতিরিক্ত সচিব আবু তাহের মোহাম্মদ জাবের, টোয়াবের প্রেসিডেন্ট রাফিউজ্জামান, স্থানীয় আওয়ামী লীগের সভাপতি ও কুয়াকাটা পৌরসভার সাবেক মেয়র বারেক মোল্লা, কুয়কাটা প্রেস ক্লাব সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন পুলিশ পরিদর্শক এম মিজানুর রহমান, হোটেল মোটেল মালিক সমিতির সভাপতি শহআলম হাওলাদার, প্রমুখ। বক্তারা এই উৎসবের প্রশংসা করে পর্যটকদের আরও সেবার মান বাড়াতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দিনব্যাপী সৈকতে হাডুডু খেলা, হাঁস ধরা ও নানা ক্রীড়া অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করবে ব্যবসায়ীরা। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে এ উৎসব। তবে শোভাযাত্রায় স্থানীয় আধিবাসী রাখাইনদের কৃষ্টি কালচার, জেলেদের জীবনচিত্র নৌকা ও জাল, কৃষি সরঞ্জামদিসহ বেশকিছু পেশার চিত্র পর্যটকদের আকৃষ্ট করেছে। ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার টোয়াক’র সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন আনু বলেন, টোয়াকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুয়াকাটা সৈকতকে রঙিন সাজে সাজানো হয়েছে। এ ছাড়া এই দিনে আগত সব পর্যটকদের প্রকারভেদে ২০ থেকে ৬০ পাসেন্ট ছাড় পাবে। ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার টোয়াক’র সভাপতি রুমান জানান, পর্যটন নগরী কুয়াকাটাকে ব্রান্ডিংসহ টোয়াক স্পেশাল ডে উপলক্ষে পর্যটননির্ভর ১৬টি পেশার ব্যবসায়ী সংগঠন পর্যটকদের সর্বোচ্চ ডিসকাউন্ট দিচ্ছে। টোয়াকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
শিরোনাম
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
- হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ
- আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক ২
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
- মাটিরাঙ্গায় ইমাম–ওলামাদের নিয়ে বিএনপির মতবিনিময় সভা
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকের শাখা থেকে ৩ ককটেল উদ্ধার
- তারুণ্যের উৎসবে বারি’র প্রযুক্তি প্রদর্শনী ও কর্মশালা
- রংপুর বিভাগের ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল
- সাগরপথে মানবপাচারের প্রস্তুতিকালে আটক ৪
- হাসিনা-রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত
- উত্তর কুয়েতে ৭,৭০০ বছরের প্রাচীন ভাটির সন্ধান
- দুই লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার
- তরুণ প্রজন্ম দেশকে উদ্যোক্তা বান্ধব রাষ্ট্রে পরিণত করবে : প্রাথমিক উপদেষ্টা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চার জনের মৃত্যু, হাসপাতালে ৯২০
- কান্নার শব্দে ধান ক্ষেত থেকে উদ্ধার হলো ২ দিনের নবজাতক
- ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ৫ ব্যাংক একীভূত করার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট