শিরোনাম
বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২ ০০:০০ টা

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া ৫৫ টাকা নির্ধারণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ঢাকা নারায়ণগঞ্জ বাসভাড়া ৪৫ টাকা থেকে ৬৫ টাকা আদায় করা হচ্ছিল। এতে নারায়ণগঞ্জের তীব্র ক্ষোভ সৃষ্টি হয় যাত্রী সাধারণের মাঝে। পরে ১৪ আগস্ট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাস মালিক, যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম ও বিআরটির প্রতিনিধিদের সম্মিলিত টিম সরেজমিন ঢাকা নারায়ণ দূরত্ব পরিমাপে সিদ্ধান্ত গ্রহণ করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মনজুরুল হাফিজ। সেই পরিদর্শন টিম নারায়ণগঞ্জ থেকে ঢাকা যাওয়ার পথে ১৯.৫ কিলোমিটার ও ঢাকা থেকে নারায়ণগঞ্জ আসার পথে ২১.২০ কিলোমিটার দূরত্ব পাওয়া যায়। সেই হিসাবেই ঢাকা-নারায়ণগঞ্জ বাসভাড়া ৫৫ টাকা নির্ধারণ করে জেলা প্রশাসন। গতকাল জেলা প্রশাসনের পক্ষে এ তথ্য নিশ্চিত করা হয়। জানা যায়, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ঢাকা-নারায়ণগঞ্জ বাসভাড়া ৪৫ টাকা থেকে ৬৫ টাকা আদায় করা হচ্ছিল। এ নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে বসলে বাস মালিকরা ভাড়া কমাতে রাজি হননি। পরে জেলা প্রশাসন থেকে সরেজমিন ঢাকা-নারায়ণগঞ্জ যাতায়াত করে ভাড়া নির্ধারণে কমিটি করে দেওয়া হয়। সেই কমিটি সরেজমিন পরিদর্শন শেষে ৫৫ টাকা ভাড়া নির্ধারণ করে। এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইসমত আরা জানান, আমরা সরেজমিন নারায়ণগঞ্জ থেকে ঢাকা যাওয়ার পথে ১৯ দশমিক ৫ কিলোমিটার ও আসার পথে ২১ দশমিক ২০ কিলোমিটার পাই। ভাড়া হিসাব করলে যাওয়ার পথে ২ টাকা ৪০ পয়সা হিসাবে ৫২ টাকা ও আসার পথে ৫৮ টাকা হয়। দুটোর সমন্বয় করলে হয় ১১০ টাকা। দুটোর সমন্বয় করে ঢাকা-নারায়ণগঞ্জ বাসভাড়া ৫৫ টাকা করা হয়েছে।

সর্বশেষ খবর