বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

নওগাঁয় খরায় ঝরছে আম

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর সাপাহার, পোরশা, পত্নীতলা ও নিয়ামতপুর উপজেলায় প্রচ- দাবদাহে ঝরে পড়ছে বাগানের আম। ফলে অন্য বছরের চেয়ে এবার ফলন কম হতে পারে এমন আশঙ্কা সংশ্লিষ্টদের। কয়েক দিন আগেও বিভিন্ন আম গাছে থোকাও থোকাও গুটি দেখা গেলেও এখন এর সংখ্যা অনেকটাই কমেছে।

অনেক আমচাষি জানান, খরতাপে গাছে পানি ও ওষুধ ছিটিয়ে আম রক্ষার চেষ্টা করেও কাজ হচ্ছে না। প্রচ- রোদে ইতোমধ্যে ঝড়ে পড়েছে বেশির ভাগ গাছের আমের গুটি। পুকুর, ডোবা ও খাল-বিলে পানি না থাকায় বাগানে সেচও দেওয়া যাচ্ছে না। আমচাষি মুমিনুল হক, দেলোয়ার হোসেন, শাহজাহান আলী বলেন, মৌসুমের শুরুতে প্রতিটি বাগানে যে পরিমাণ মুকুল ধরেছিল এবং পরবর্তীতে গুটি দেখে সবাই আশায় বুক বেঁধেছিল। হঠাৎ দীর্ঘ খড়া ও দাবদাহের কারণে এখন আমের গুটি ঝড়ে পড়ায় তাদের আশায় গুড়েবালি। কৃষি অফিস বলছে, আম ঝরে পড়া থেকে রক্ষার জন্য বাগানিদের গাছের গোড়ায় এবং পাতায় পানি স্প্রে করার পরামর্শ দেওয়া হচ্ছে। বিভিন্ন জায়গায় পানির সুব্যবস্থা না থাকায় আমের ফলনের লক্ষ্যমাত্রা পূরণ হওয়ার সম্ভাবনা কমে যাচ্ছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক আবুল কালাম আজাদ বলেন, আমাদের পক্ষ থেকে আম রক্ষায় ১৫ দিন পর পর বাগান মালিক ও চাষিদের গাছে বেশি করে পানি দিতে পরামর্শ দেওয়া হচ্ছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর