বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক গড়ে তোলার পর অন্যত্র বিয়ে করায় ধর্ষণ ও এতে সহায়তার অভিযোগে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ পাঁচজনের নামে মামলা করা হয়েছে। মঙ্গলবার রাতে আদিতমারী থানায় মামলাটি করেন নির্যাতনের শিকার স্কুলছাত্রীর মা। অভিযুক্তরা হলেন- শাখা নেওয়াজ, মর্জিনা বেগম, মিজানুর রহমান মিজান, মনসুর আলী ও কমলাবাড়ি ইউপির সাবেক চেয়ারম্যান আলাল উদ্দিন আলাল। আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, মঙ্গলবার রাত ১০টার দিকে ভুক্তভোগীর মায়ের অভিযোগ নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করে মিজানের বাড়ি থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়েছে।