শিরোনাম
শনিবার, ১০ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

সড়কে প্রাণ গেল নারী ও শিশুর

নড়াইল ও সাতক্ষীরা প্রতিনিধি

সড়কে প্রাণ গেল নারী ও শিশুর

নড়াইলে সড়ক দুর্ঘটনায় আয়েশা সুলতানা (২২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নড়াইল-যশোর সড়কের পৌরসভা এলাকার ফিসারিজ বিভাগের সরকারি রেণু পোনা উৎপাদন কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে। আয়েশা যশোর জেলার বাঘারপাড়া উপজেলার খাজুরা এলাকার বাসিন্দা। নিহতের স্বজন হুমায়তুর রহমান জানান, আয়েশা ও সে মোটরবাইকে চড়ে নড়াইলের তুলারামপুর ইউনিয়নের চাঁচড়া এলাকায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় মোটরবাইক চালিয়ে নড়াইল শহর থেকে চাঁচড়ার দিকে যাওয়ার পথে ফিসারিজ বিভাগের রেণু পোনা উৎপাদন কেন্দ্রের সামনে পৌঁছালে আয়েশা মোটরবাইক থেকে সড়কের ওপর পড়ে যায়। এ সময় একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্যদিকে সাতক্ষীরার দেবহাটায় মাইক্রোবাসের ধাক্কায় আলী হাসান (৮) নামের এক শিশু নিহত হয়েছে। গতকাল সকালে উপজেলার বহেরা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আলী হোসেন উপজেলার সেকেন্দ্রা গ্রামের শফিকুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানান, সকালে সেকেন্দ্রা থেকে শিশু আলী হাসান নানার বাড়ি যাচ্ছিল। বহেরা এলাকায় পৌঁছালে পেছন থেকে  মাইক্রোবাস তাদের ধাক্কা দেয়।

 এ সময় আলী হাসান ঘটনাস্থলেই মারা যায় এবং তার নানি গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

সর্বশেষ খবর