ফরিদপুরে ক্যারাম খেলার ১০ টাকা না দেওয়াকে কেন্দ্র করে ফারুক ফকির (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় আসামি মামুন শিকদারকে (৩৪) যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। গতকাল ফরিদপুরের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় ঘোষণা করেন। মামুনের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুরে। তিনি পলাতক রয়েছেন। আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৬ এপ্রিল ফরিদপুরের ভাঙ্গার পীরেরচর বাজারে ক্যারাম খেলার ১০ টাকা না দেওয়াকে কেন্দ্র করে ফারুকের বুকে চাকু দিয়ে কোপ দেয় মামুন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মামুনকে ঘটনাস্থল থেকে গণপিটুনি দিয়ে পুলিশে দেয় স্থানীয়রা। এ ঘটনায় ভাঙ্গা থানায় মামুনসহ পাঁচজনের নামে হত্যা মামলা করেন নিহতের বাবা শাহজাহান ফকির। মামলায় মামুনকে কারাগারে পাঠানো হলে পরবর্তীতে জামিনে বের হন।