নওগাঁর পত্নীতলায় বজ্রপাতে স্বাধীন ইসলাম (২৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল পশ্চিম পাটিচরা মাঠে এ ঘটনা ঘটে। ওসি শাহ মো. এনায়েতুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান সবেদুল ইসলাম রনি জানান, স্বাধীন সকাল থেকে পাওয়ার টিলার (ট্রাক্টর) দিয়ে জমিতে হালচাষ করছিলেন। বেলা ১১টার দিকে বৃষ্টি শুরু হলে ট্রাক্টর রেখে তিনি পাশের একটি ঘরের বারান্দায় আশ্রয় নেন। এ সময় বজ্রপাত হলে স্বাধীন ঘটনাস্থলেই মারা যান। তার সঙ্গে থাকা দুজন নারী-পুরুষ আহত হন।