গাজীপুরের কাপাসিয়ায় বিলে শাপলা দেখতে গিয়ে নৌকাডুবিতে মৃত্যু হয়েছে দুই বন্ধুর। উপজেলার টোক ইউনিয়নের পাঁচুয়া গ্রামে গতকাল এ দুর্ঘটনা ঘটে। কাপাসিয়া থানার ওসি জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেন। নিহতরা হলেন- শ্রীপুর উপজেলার টেংরা এলাকার নুরে আলমের ছেলে মাহিন (১৬) ও ময়মনসিংহের ভালুকার জামিরদিয়া মাস্টারবাড়ি গ্রামের ফরহাদের ছেলে বায়েজিদ (৩৫)।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গতকাল সকাল ৮টার দিকে শ্রীপুর থেকে পাঁচ বন্ধু কাপাসিয়ার পাচুয়া গ্রামের বামন পদ্ম বিলে শাপলা দেখতে আসে। একটি ছোট নৌকা ভাড়া করে বিলে ঘুরছিল তারা। হঠাৎ তাদের বহনকারী নৌকাটি উল্টে গেলে সবাই পানিতে পড়ে যান। ঘটনাস্থলেই ডুবে মারা যান বায়েজিদ। স্থানীয়রা চারজনকে উদ্ধার করে কাপাসিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মাহিনকে মৃত ঘোষণা করেন। অন্য তিনজন হলেন মামুন, আকাশ ও তুহিন। তারা সবাই শ্রীপুরের বাসিন্দা।
পানিতে ডুবে শিশুর মৃত্যু : পটুয়াখালী প্রতিনিধি জানান, বাউফলে পানিতে ডুবে রাফসান (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। কালাইয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে গতকাল এ ঘটনা ঘটে। রাফসানের বাবা সুমন ও মা ঢাকার একটি গার্মেন্টে চাকরি করেন। শিশুটি নানা বাড়িতে থাকতেন।
পারিবারিক সূত্র জানায়, রাফসান বাড়ির উঠানে খেলছিল। সবার অগোচরে সে পুকুরের পানিতে পড়ে যায়। বাড়ির লোকজন খাঁজাখুঁজির একপর্যায়ে ভাসমান অবস্থায় তাকে দেখতে পায়।