গাইবান্ধার গোবিন্দগঞ্জের অপহৃত স্কুলছাত্রীকে (১৫) উদ্ধার ও অভিযুক্ত শাফিউল ইসলাম (৩০) নামের প্রাইভেট শিক্ষককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শাফিউল উপজেলার ফেসকা গ্রামের আবদুর রহিমের ছেলে ও শহরের বিদ্যাকোষ বিদ্যালয়ের শিক্ষক। অপহৃতা উপজেলা শহরের বিএম বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী। গতকাল ওসি বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ জানায়, স্কুলছাত্রীকে গত মাসে কৌশলে অপহরণ করে নিখোঁজ হন প্রাইভেট শিক্ষক শাফিউল। এ ঘটনায় ৩ সেপ্টেম্বর অপহরণ ও ধর্ষণের অভিযোগে গোবিন্দগঞ্জ থানায় মামলা করে শিক্ষার্থীর পরিবার। ওসি বলেন, মামলাটির তদন্ত চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।