টেকনাফে বিএনপি ও যুবদলের ৪ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হোয়াইক্যং স্টেশনে একটি কুলিং কর্ণারের সামনে থেকে পুলিশ তাদের গ্রেফতার করে নিয়ে যায় বলে জানিয়েছেন উপজেলা ছাত্রদল সভাপতি গিয়াস উদ্দিন।
গ্রেফতাররা হলেন- টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি মেম্বার দিল মোহাম্মদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম সিকদার, যুবদল নেতা মামুন এবং বাকি একজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দীন খান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, ওই ৪ জনের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। উক্ত মামলায় তাদের আদালতে প্রেরণ করা হবে।
বিডি প্রতিদিন/০৫ ফেব্রুয়ারি ২০১৮/এনায়েত করিম