হলদে পাখি হলদে পাখি
দোলনায় উঠে দুলে,
কুমড়ো পাতায় হেলেদুলে
কদম গাছে ঝুলে।
নীল আকাশে সবুজ ঘাসে
হলদে পাখির ঝাঁকে,
মিষ্টি মধুর গান ধরেছে
কাশ বনের ফাঁকে।
তাল গাছের উঁচু ডালে
ঘর বানিয়ে থাকে,
রংবেরঙের হলদে পাখি
সর্বক্ষণে ডাকে।
উড়ে উড়ে রঙিন করে
আসবে তুমি কবে?
মুখরিত শরৎ হবে
পাখির কলরবে।