বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে উপযুক্ত প্রার্থী বাছাইয়ের সার্চ কমিটি গঠন করেছে অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। চার সদস্যের কমিটির আহ্বায়ক করা হয়েছে সাবেক কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) মোহাম্মদ মুসলিম চৌধুরীকে এবং সদস্য সচিব আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব বদরে মুনির ফেরদৌসকে।
কমিটির সদস্য দুজন হলেন- বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. মোস্তফা কামাল মুজেরি ও বাংলাদেশ ব্যাংকের পরিচালক নজরুল হুদা।
সোমবার আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ-সচিব আফছানা বিলকিস স্বাক্ষরিত আদেশে এই কমিটি গঠন করা হয়েছে।
এর আগে সার্চ কমিটি গঠন করা হয়েছিল ২০১৬ সালের ১৬ মার্চ। আজ সেটি পুনর্গঠন করা হয়েছে।
এদিকে আজ আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পদত্যাগপকত্র পাঠিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর কাজী ছাইদুর রহমান, মো. খুরশীদ আলম, বিএফআইইউ প্রধান মাসুদ বিশ্বাস ও উপদেষ্টা আবু ফরাহ মো. নাসের।
বিডি প্রতিদিন/আরাফাত