বুধবার, ২৬ মে, ২০২১ ০০:০০ টা

চা পানের উপকারিতা

চা পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় পানীয়। ফুরফুরে একটি দিন কাটাতে চাইলে সকালটা যেন চা দিয়েই শুরু করতে হয়। পৃথিবীর অন্যান্য দেশের মানুষের মতো আমাদের দেশেও বেশির ভাগ মানুষের কাছে চা খুব জনপ্রিয় ও উপভোগ্য পানীয়। চায়ের কাপে চুমুক দিয়ে দিনের শুরুটা কোনোভাবেই মন্দ নয়। মানুষের জীবনে কাজের ব্যস্ততা ও দুশ্চিন্তার শেষ নেই। এসবের মাঝেই সামান্য সময়ের অবসরে এক কাপ চা মনে এনে দেয় অপার্থিব প্রশান্তি। তৎক্ষণাৎ কর্মক্ষম করে তোলে। বন্ধুদের সঙ্গে আড্ডায়, অতিথি আপ্যায়নে, মিটিং, অনুষ্ঠান, সভা, সেমিনার বা আলোচনায়, বিকালের নরম রোদে চা পানের বিকল্প নেই। ছুটির দিন বিকালবেলা, ঘরের জানালা খোলা। ব্যালকনিতে ভ্রমণ করছে উত্তুরে হাওয়া। প্রিয়জন আছে কিংবা নেই। থাকলেও দেখা নেই কোনো মান-অভিমানে। একলা না থেকে এক কাপ চা নিয়ে বসে পড়ুন জানালার পাশে। আপনার অবসরে, একাকিত্বে মনের অজান্তেই কখন যে সঙ্গী হয়ে যাবে এ চা ধরতেই পারবেন না।

আফতাব চৌধুরী।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর