আমলাতান্ত্রিকতা নিয়ে উন্নয়নশীল দেশগুলোয় সমালোচনা চলছে যুগ যুগ ধরে। আমলা মানেই আমাদের দেশে এখন উন্নয়ন প্রতিবন্ধক লাল ফিতার পূজারিই শুধু নয়, তাদের কেউ কেউ যে সভ্যতা-ভব্যতা বিবর্জিত আজব কিছুতে পরিণত হয়েছেন তা বললেও হয়তো অত্যুক্তি হবে না। আমলাদের একাংশের বেপরোয়া এবং অপেশাদার মনোভাবে সরকার তথা প্রশাসনে বিব্রত অবস্থার উদ্ভব ঘটেছে। বান্দরবানের আলীকদমের চৈক্ষ্যং আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে শুক্রবার ফুটবলের ফাইনাল খেলা ছিল। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও। খেলার হার-জিত নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হলেও একপর্যায়ে সমঝোতা হয়। কিন্তু অনুষ্ঠানে উত্তেজিত হয়ে কথা বলাটাকে ‘অসহনশীল’ আচরণ হিসেবে ধরে নেন ইউএনও। তিনি তাঁর বক্তব্যে উপস্থিত সবাইকে বলেন, আপনারা যত দিন পর্যন্ত সহনশীল না হতে পারবেন, তত দিন ট্রফিগুলো আমানত হিসেবে থাকবে। আরেকটি ম্যাচ হলে তারপর দেব। তাঁর এ বক্তব্যে সবাই ‘না না’ বলতে থাকলে তিনি ‘আমি ট্রফিটা ভেঙে এখন খেলা শুরু করব’ বলেই ট্রফি দুটি সবার সামনে আছাড় মেরে ভেঙে ফেলেন। মাঠের এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনা শুরু হয়। ঘটনাটি ‘টক অব দ্য কান্ট্রি’তে পরিণত হয়। অসহিষ্ণু ওই আমলাকে ঢাকা বিভাগে বদলি করতে বিভাগীয় কার্যালয়ে ন্যস্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আলীকদম ইউএনওর স্বেচ্ছাচারী আচরণ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। একে সারা দেশের আমলাদের আচরণের অংশ বলে ভাবলেই ঠিক হবে। জনমনে ব্যাপক সমালোচনার মুখে তাঁকে ঢাকায় বদলি করা হয়েছে। এ সিদ্ধান্তকে শাস্তি না বলে পুরস্কৃত করা বলেও অনেক অভিহিত করছেন। আমলা ছাড়া প্রশাসন চলে না এটি যেমন সত্য, তেমন তাঁরা কোনো অবস্থায়ই নিজেদের রাজারানি ভাববেন না- এমনটিও প্রত্যাশিত। তাঁদের স্বেচ্ছাচারের বিষয়ে সরকারের কুম্ভকর্ণের ঘুম ভাঙলে তা উত্তম বলে বিবেচিত হবে।
শিরোনাম
- তুরস্ক যে কারণে ভারতের বিরুদ্ধে প্রকাশ্যে পাকিস্তানকে সমর্থন দেয়
- ব্যক্তি বা সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাসবিরোধী অধ্যাদেশের খসড়া অনুমোদন
- রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আ. লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো : জামায়াত আমির
- তীব্র তাপদাহে আক্রান্তদের জন্য মহাখালীতে হিটস্ট্রোক সেন্টার চালু
- কর ফাঁকির সুযোগ নেই, সবাইকে কর দিতে হবে: ডিএনসিসি প্রশাসক
- ১৫ বা তার কম বয়সেই যৌন সহিংসতার শিকার প্রতি পাঁচজন নারীর একজন
- কুয়াকাটায় নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা পালিত
- কিশোরগঞ্জে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু
- কলমাকান্দায় রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত ব্যক্তি উদ্ধার
- আমরণ অনশনের হুঁশিয়ারি বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের
- উপাচার্যের পদত্যাগ দাবিতে ববিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা
- আল-নাসর ছাড়ার পথে রোনালদো?
- পুঁজিবাজার পরিস্থিতির উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা
- কিশোর কর্মচারীর গায়ে ভাতের গরম মাড় ঢেলে দিল বাবুর্চি
- পাকিস্তানের সামরিক সক্ষমতায় ভারত ‘অপ্রস্তুত, খানিকটা বিস্মিত’: ব্রিটিশ বিশ্লেষক
- নাটোরে জামায়াতের আনন্দ মিছিল
- ধর্ম যার যার রাষ্ট্র সবার, দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না : আমীর খসরু
- আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত ইতিবাচক : ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য
- আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে নেত্রকোনায় মিষ্টি বিতরণ
- বগুড়া ডিএসএ কাপ ক্রিকেট টুর্ণামেন্টে এ জেড স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন
আমলা আচরণ
কুম্ভকর্ণের ঘুম ভাঙুক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর