আমলাতান্ত্রিকতা নিয়ে উন্নয়নশীল দেশগুলোয় সমালোচনা চলছে যুগ যুগ ধরে। আমলা মানেই আমাদের দেশে এখন উন্নয়ন প্রতিবন্ধক লাল ফিতার পূজারিই শুধু নয়, তাদের কেউ কেউ যে সভ্যতা-ভব্যতা বিবর্জিত আজব কিছুতে পরিণত হয়েছেন তা বললেও হয়তো অত্যুক্তি হবে না। আমলাদের একাংশের বেপরোয়া এবং অপেশাদার মনোভাবে সরকার তথা প্রশাসনে বিব্রত অবস্থার উদ্ভব ঘটেছে। বান্দরবানের আলীকদমের চৈক্ষ্যং আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে শুক্রবার ফুটবলের ফাইনাল খেলা ছিল। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও। খেলার হার-জিত নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হলেও একপর্যায়ে সমঝোতা হয়। কিন্তু অনুষ্ঠানে উত্তেজিত হয়ে কথা বলাটাকে ‘অসহনশীল’ আচরণ হিসেবে ধরে নেন ইউএনও। তিনি তাঁর বক্তব্যে উপস্থিত সবাইকে বলেন, আপনারা যত দিন পর্যন্ত সহনশীল না হতে পারবেন, তত দিন ট্রফিগুলো আমানত হিসেবে থাকবে। আরেকটি ম্যাচ হলে তারপর দেব। তাঁর এ বক্তব্যে সবাই ‘না না’ বলতে থাকলে তিনি ‘আমি ট্রফিটা ভেঙে এখন খেলা শুরু করব’ বলেই ট্রফি দুটি সবার সামনে আছাড় মেরে ভেঙে ফেলেন। মাঠের এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনা শুরু হয়। ঘটনাটি ‘টক অব দ্য কান্ট্রি’তে পরিণত হয়। অসহিষ্ণু ওই আমলাকে ঢাকা বিভাগে বদলি করতে বিভাগীয় কার্যালয়ে ন্যস্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আলীকদম ইউএনওর স্বেচ্ছাচারী আচরণ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। একে সারা দেশের আমলাদের আচরণের অংশ বলে ভাবলেই ঠিক হবে। জনমনে ব্যাপক সমালোচনার মুখে তাঁকে ঢাকায় বদলি করা হয়েছে। এ সিদ্ধান্তকে শাস্তি না বলে পুরস্কৃত করা বলেও অনেক অভিহিত করছেন। আমলা ছাড়া প্রশাসন চলে না এটি যেমন সত্য, তেমন তাঁরা কোনো অবস্থায়ই নিজেদের রাজারানি ভাববেন না- এমনটিও প্রত্যাশিত। তাঁদের স্বেচ্ছাচারের বিষয়ে সরকারের কুম্ভকর্ণের ঘুম ভাঙলে তা উত্তম বলে বিবেচিত হবে।
শিরোনাম
- ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যায় আরও এক আসামি গ্রেফতার
- অগণতান্ত্রিক শক্তির বিষয়ে সজাগ থাকার আহ্বান যুবদল সভাপতির
- মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত : র্যাব
- ছেলের পরকীয়া ঠেকাতে মা ফোন করে বলেন বিমানে বোমা আছে: র্যাব
- নদীর এই বাঁধ দিয়ে বন্যা ঠেকানো সম্ভব নয় : দুর্যোগ উপদেষ্টা
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা অব্যাহত থাকবে
- সিরিয়ার বিস্তীর্ণ কৃষিজমিতে আগুন ধরিয়ে দিল ইসরায়েলি বাহিনী
- মার্কিন নাগরিককে পিটিয়ে হত্যা ইসরায়েলি বসতি স্থাপনকারীদের
- পাশবিক এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়া হবে : আসিফ নজরুল
- গাজাকে শিশুদের কবরস্থান বানাচ্ছে ইসরায়েল: জাতিসংঘ
- ইসরায়েলের ড্রোন হামলায় লেবাননে হতাহত ৬
- গাজায় ত্রাণ নিতে গিয়ে দুই মাসে নিহত ৭৯৮ ফিলিস্তিনি
- হাসিনাকন্যা পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতালি
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১২ জুলাই)
- জাতীয়তাবাদের উদ্বিগ্ন হৃদয়
- রেকর্ড বইয়ের পাতায় ইংল্যান্ডের স্মিথ
- বিএনপির আদর্শ ও রাজনীতির সঙ্গে সন্ত্রাস-বর্বরতার কোনো সম্পর্ক নেই : মির্জা ফখরুল
- রাজধানীর মিরপুর থেকে ৫০টি দেশীয় বন্যপ্রাণী উদ্ধার
- ভিন্নমত থাকবে, কিন্তু অপরের মতকে সম্মান করতে হবে : আমীর খসরু
আমলা আচরণ
কুম্ভকর্ণের ঘুম ভাঙুক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর