আমলাতান্ত্রিকতা নিয়ে উন্নয়নশীল দেশগুলোয় সমালোচনা চলছে যুগ যুগ ধরে। আমলা মানেই আমাদের দেশে এখন উন্নয়ন প্রতিবন্ধক লাল ফিতার পূজারিই শুধু নয়, তাদের কেউ কেউ যে সভ্যতা-ভব্যতা বিবর্জিত আজব কিছুতে পরিণত হয়েছেন তা বললেও হয়তো অত্যুক্তি হবে না। আমলাদের একাংশের বেপরোয়া এবং অপেশাদার মনোভাবে সরকার তথা প্রশাসনে বিব্রত অবস্থার উদ্ভব ঘটেছে। বান্দরবানের আলীকদমের চৈক্ষ্যং আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে শুক্রবার ফুটবলের ফাইনাল খেলা ছিল। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও। খেলার হার-জিত নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হলেও একপর্যায়ে সমঝোতা হয়। কিন্তু অনুষ্ঠানে উত্তেজিত হয়ে কথা বলাটাকে ‘অসহনশীল’ আচরণ হিসেবে ধরে নেন ইউএনও। তিনি তাঁর বক্তব্যে উপস্থিত সবাইকে বলেন, আপনারা যত দিন পর্যন্ত সহনশীল না হতে পারবেন, তত দিন ট্রফিগুলো আমানত হিসেবে থাকবে। আরেকটি ম্যাচ হলে তারপর দেব। তাঁর এ বক্তব্যে সবাই ‘না না’ বলতে থাকলে তিনি ‘আমি ট্রফিটা ভেঙে এখন খেলা শুরু করব’ বলেই ট্রফি দুটি সবার সামনে আছাড় মেরে ভেঙে ফেলেন। মাঠের এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনা শুরু হয়। ঘটনাটি ‘টক অব দ্য কান্ট্রি’তে পরিণত হয়। অসহিষ্ণু ওই আমলাকে ঢাকা বিভাগে বদলি করতে বিভাগীয় কার্যালয়ে ন্যস্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আলীকদম ইউএনওর স্বেচ্ছাচারী আচরণ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। একে সারা দেশের আমলাদের আচরণের অংশ বলে ভাবলেই ঠিক হবে। জনমনে ব্যাপক সমালোচনার মুখে তাঁকে ঢাকায় বদলি করা হয়েছে। এ সিদ্ধান্তকে শাস্তি না বলে পুরস্কৃত করা বলেও অনেক অভিহিত করছেন। আমলা ছাড়া প্রশাসন চলে না এটি যেমন সত্য, তেমন তাঁরা কোনো অবস্থায়ই নিজেদের রাজারানি ভাববেন না- এমনটিও প্রত্যাশিত। তাঁদের স্বেচ্ছাচারের বিষয়ে সরকারের কুম্ভকর্ণের ঘুম ভাঙলে তা উত্তম বলে বিবেচিত হবে।
শিরোনাম
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ২৯ জন
- জয়ের পরই বাবার মৃত্যুর খবর পেলেন লঙ্কান ক্রিকেটার
- বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা
- বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
আমলা আচরণ
কুম্ভকর্ণের ঘুম ভাঙুক
প্রিন্ট ভার্সন
