বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু করেছিলেন শুধু ছাত্ররা। ছাত্রদের একাংশই এ দাবিতে রাজপথে নামেন। আবু সাঈদের হত্যাকান্ডে ছাত্রসমাজের রক্তে আগুন লাগে। তবে এ আন্দোলন গণ অভ্যুত্থানে পরিণত হওয়ার পেছনে সবচেয়ে বড় অবদান নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি। এ মূল্যবৃদ্ধি সমাজের লুটেরা অংশের জন্য কোনো বোঝা হয়ে না দাঁড়ালেও সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ করে তোলে। দিশাহারা মানুষ নিত্যপণ্যের ঊর্ধ্বগতির বিরুদ্ধে প্রতিবাদী হওয়ার সুযোগ খুঁজছিল। ছাত্রদের বৈষম্যবিরোধী আন্দোলনে রাজপথে নামে সর্বস্তরের মানুষ। দেশের ইতিহাসে কোনো গণ আন্দোলনে এত মানুষের অংশগ্রহণ আর কখনো ঘটেনি। বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা তাই দেশবাসীর প্রত্যাশার কথা মনে রেখে এক সপ্তাহের মধ্যে দ্রব্যমূল্য আমজনতার ক্রয়ক্ষমতার মধ্যে আনতে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ১৩ দপ্তর ও সংস্থাকে আলটিমেটাম দিয়েছে। এ সময়ের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে এসব দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের পদত্যাগের আহ্বানও জানিয়েছেন তারা। রবিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আলটিমেটাম দেওয়া হয়। ছাত্র-জনতা টিম করে প্রতিটি শহর, জেলা, উপজেলা, পাড়া-মহল্লায় বাজার মনিটরের সিদ্ধান্ত নিয়েছে। তবে তারা কাউকে জরিমানা করতে পারবে না। আইন নিজের হাতে তোলাও যাবে না। প্রত্যেক বিক্রেতার নিত্যপণ্য ক্রয়ের রসিদ রাখা এবং প্রতিটি দোকানে মূল্য তালিকা টাঙানোর নির্দেশনা দিয়েছেন তারা। কেউ বাজার, রাস্তা, দোকান দখল করে ব্যবসা করলে তাকে উৎখাত এবং চাঁদাবাজি বন্ধ ও প্রতিরোধ করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণ অভ্যুত্থানে কর্তৃত্ববাদী সরকারের পতনের পর বেশ কিছু নিত্যপণ্যের দাম কমেছে। তারপরও সিংহভাগ পণ্যের দাম এখনো সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে। কিছু পণ্যের দাম আবার আগের চেয়ে বেড়েছে। আমরা আশা করব বাজারের ওপর ছাত্রসমাজ ও প্রশাসনের খবরদারি মুনাফাখোরদের নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে। দ্রব্যমূল্য সহনীয় করতে রাখবে অবদান।
শিরোনাম
- আল্লু জামিন পেতেই ‘বিস্ফোরক’ কঙ্গনা
- রাজধানীতে র্যাব পরিচয়ে দুর্ধর্ষ ডাকাতি, গ্রেফতার ৫
- আবারও অবসরের ঘোষণা পাকিস্তানি অলরাউন্ডারের
- আ. লীগ গত ১৫ বছর জনগণের বিরুদ্ধে যুদ্ধ করেছে : রফিকুল ইসলাম
- দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হারিয়ে সিরিজ নিশ্চিত প্রোটিয়াদের
- ডুয়েটের ১৪ ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন
- বিএনপি নেতা ইকবালকে দল থেকে বহিষ্কার
- ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী ফ্রাঙ্কোইস বায়রো
- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিডিয়া সেল গঠন
- সোনারগাঁয়ে যুবককে পিটিয়ে পা ভাঙার অভিযোগে মামলা
- মার্চে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট চালু করতে চায় সরকার : অর্থ উপদেষ্টা
- রাজধানীতে র্যাব পরিচয় দেওয়া ৫ ডাকাত গ্রেফতার
- মধ্যরাত থেকে পড়তে পারে ঘন কুয়াশা
- অন্তর্বর্তী সরকার একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ : প্রধান উপদেষ্টা
- বেনাপোল দিয়ে এলো ৪৬৮ টন আলু
- শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের
- সকাল ৯টার মধ্যে হাজিরা না দিলে শাস্তি হবে ওয়াসায় কর্মরতদের
- ‘দুর্নীতিমুক্ত দেশ গঠনে জামায়াতে ইসলামীর বিকল্প নেই’
- ট্রিপল মার্ডার মামলায় আওয়ামী লীগের ৪ নেতা ঢাকায় গ্রেফতার
- ‘বিএনপি ক্ষমতায় আসলে জনগণের মৌলিক অধিকার পূরণ করা হবে’
প্রকাশ:
০০:০০, মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
নিত্যপণ্যের বাজার
ক্রয়ক্ষমতার মধ্যে আনতে আলটিমেটাম
সর্বশেষ খবর