স্বাধীন বাংলাদেশে গত ৫৪ বছরে ক্ষমতাবানরা দখলের দৌরাত্ম্যটা নিষ্ঠার সঙ্গে চালিয়েছেন। সেটা একাত্তরের ডিসেম্বরেই শুরু হয়। বিজয়ী বীররা দেশে ফিরে পরাজিত শত্রুর জমি-ঘরবাড়ি, ব্যবসাবাণিজ্য, গাড়িঘোড়া দখল শুরু করেন। এটা যুদ্ধের ধর্ম। গনিমতের মাল হিসেবে পরাজিত শত্রুর বউ-বাচ্চা পর্যন্ত দখল অনেকটা জায়েজই বিবেচিত হয়। তখন নীতিনৈতিকতার বাছবিচার থাকে না। স্বাধীনতাত্তোর সরকার লিজ-বরাদ্দ দিয়ে এমন অনেক জবরদখলকে নানা যুক্তিতে বৈধতা দেয়। পরবর্তী সরকারগুলোও এসব দখলদারত্ব উচ্ছেদে পদক্ষেপ নেয়নি। বরং সরকারে ক্ষমতাসীনরাই কতভাবে জনগণের সম্পদ-সম্পত্তি লুটে নেওয়া যায়, তার অন্ধিসন্ধি খুঁজতে সক্রিয় ছিলেন। ৫৪ বছর ধরে এসব অনিয়ম গোপনে-প্রকাশ্যে চলেছে। নামমাত্র মূল্যে জনপ্রতিনিধিদের প্লট-ফ্ল্যাট, শুল্কমুক্ত গাড়ি দেওয়ার আইন করা হয়েছে। জনগণের টাকায় বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়া হয়েছে। অথচ সে টাকায় দেশের চিকিৎসাব্যবস্থার উন্নতি করা যেত। অর্ধশতাব্দীর এসব অনিয়ম এমন পর্যায়ে পৌঁছেছে যে দেশের দেড় লক্ষাধিক দখলদারের কবজায় এখন আড়াই লাখ একরের বেশি শুধু বনভূমিই। যার বাজারমূল্য ১২ লাখ কোটি টাকার বেশি। বনের জায়গা দখল করে গড়ে উঠেছে রিসোর্ট-কটেজ, ঘরবাড়ি, শিল্পকারখানা, দোকানপাট, গবাদিপশুর খামারসহ নানান স্থাপনা। এমনকি সরকারি প্রতিষ্ঠানের দখলেও রয়েছে বনের অনেক জায়গা। এসব কারা করেছে এবং কাদের এসব দেখার ও প্রতিরোধের দায়িত্ব ছিল, তা খতিয়ে দেখলেই দখলদার দল এবং তাদের দোসর ‘ভূত তাড়াবার ভূত’দের চিহ্নিত করা সম্ভব। বনের রাজা গনি মিয়ার কথা মনে আছে নিশ্চয়। বন বিভাগে এমন অসংখ্য গনি মিয়া বাছতে গেলে কম্বল থাকবে না। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বনভূমি উদ্ধারে জোর পদক্ষেপ নিয়েছে। বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এমন সব জটিল আইনি প্রতিবন্ধকতা তৈরি করে রাখা হয়েছে যে উদ্ধার অভিযানে অর্জিত সাফল্য ১ শতাংশেরও কম। ৯ মাসে এই অর্জন হলে, দখলভূমি উদ্ধারের সম্ভাবনা সহজেই অনুমেয়। এ ছাড়া রেলের জমি, খাসজমি, নদী-খালবিল দখলের যে মচ্ছব চালিয়েছেন সরকারের শীর্ষ নির্বাহী থেকে পিওন-চাপরাশি পর্যন্ত- কোনো সভ্য সমাজে তা ভাবা যায় না। এসব উদ্ধার এক প্রজন্মেও সম্ভব বলে মনে হয় না। এতটা সময় তো এ সরকার পাবে না। শুরুটা করে দিয়ে যেতে পারলে সেটাই ইতিবাচক। ফলে কবি সুভাষ মুখোপাধ্যায়ের সেই বিখ্যাত কবিতার পঙ্ক্তিটি দিয়ে শেষ করি ‘একটু পা চালিয়ে ভাই...’।
শিরোনাম
- শুরু হলো ট্রেনের আগাম টিকিট বিক্রি
- ঈদযাত্রার ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু আজ
- নেতানিয়াহুর নীতিতে অসন্তুষ্ট যুক্তরাজ্য, বন্ধ মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা
- কণ্ঠ নকল করে ভুয়া বিজ্ঞাপন: আইনি পদক্ষেপের ঘোষণা হানিফ সংকেতের
- আজও দেশের বিভিন্ন স্থানে বজ্রবৃষ্টির আভাস
- বাংলাদেশের বিচার বিভাগের ভূয়সী প্রশংসা করেছেন দক্ষিণ আফ্রিকার প্রধান বিচারপতি
- আ.লীগ নেতা রানার অপহরণের বিবরণ ভিত্তিহীন: প্রধান উপদেষ্টার প্রেস উইং
- গ্রেফতার ইনফ্লুয়েন্সার, ভুয়া পণ্য: সোশ্যাল মিডিয়ার অন্ধ বিশ্বাসে প্রতারণা
- বিদেশে কোর্স ফি পাঠানোতে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন আর লাগবে না
- ৫ বিয়ে, ২৫ প্রতারণা: বিয়ে, নেশা, লুট ও পালানো, সিনেমাকেও হার মানাবে
- গাজায় হামলা: ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব, বাণিজ্য আলোচনা স্থগিত যুক্তরাজ্যের
- শাহিন পুকুরে সংঘর্ষ, ছুরিকাঘাতে নিহত ১
- খাদ্যের সন্ধানে লোকালয়ে হাতি, নিহত ১
- গাছের সঙ্গে অটোরিকশার ধাক্কায় স্বেচ্ছাসেবক দল নেতাসহ নিহত ২
- ফেনীতে ইসলামিক ফাউন্ডেশনের কেয়ারটেকার একরাম গ্রেপ্তার
- আন্দোলন কর্মসূচিতে নাস্তানাবুদ অর্থনীতি
- মির্জাপুরে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা নজরুল গ্রেফতার
- আ. জ. ম ওবায়েদুল্লাহ জীবন্ত উপন্যাস: জামায়াত আমির
- চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ২ জন নিহত, মারা গেছে ৩টি গরু
- বাসে প্রতারকের পানি খেয়ে সাবেক বিমান কর্মকর্তার মৃত্যু
দখলের দৌরাত্ম্য
ভূত তাড়াবার শর্ষেতেই ভূত
প্রিন্ট ভার্সন

সর্বশেষ খবর

নেতানিয়াহুর নীতিতে অসন্তুষ্ট যুক্তরাজ্য, বন্ধ মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা
২৪ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

গাজায় হামলা: ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব, বাণিজ্য আলোচনা স্থগিত যুক্তরাজ্যের
৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম