স্বাধীন বাংলাদেশে গত ৫৪ বছরে ক্ষমতাবানরা দখলের দৌরাত্ম্যটা নিষ্ঠার সঙ্গে চালিয়েছেন। সেটা একাত্তরের ডিসেম্বরেই শুরু হয়। বিজয়ী বীররা দেশে ফিরে পরাজিত শত্রুর জমি-ঘরবাড়ি, ব্যবসাবাণিজ্য, গাড়িঘোড়া দখল শুরু করেন। এটা যুদ্ধের ধর্ম। গনিমতের মাল হিসেবে পরাজিত শত্রুর বউ-বাচ্চা পর্যন্ত দখল অনেকটা জায়েজই বিবেচিত হয়। তখন নীতিনৈতিকতার বাছবিচার থাকে না। স্বাধীনতাত্তোর সরকার লিজ-বরাদ্দ দিয়ে এমন অনেক জবরদখলকে নানা যুক্তিতে বৈধতা দেয়। পরবর্তী সরকারগুলোও এসব দখলদারত্ব উচ্ছেদে পদক্ষেপ নেয়নি। বরং সরকারে ক্ষমতাসীনরাই কতভাবে জনগণের সম্পদ-সম্পত্তি লুটে নেওয়া যায়, তার অন্ধিসন্ধি খুঁজতে সক্রিয় ছিলেন। ৫৪ বছর ধরে এসব অনিয়ম গোপনে-প্রকাশ্যে চলেছে। নামমাত্র মূল্যে জনপ্রতিনিধিদের প্লট-ফ্ল্যাট, শুল্কমুক্ত গাড়ি দেওয়ার আইন করা হয়েছে। জনগণের টাকায় বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়া হয়েছে। অথচ সে টাকায় দেশের চিকিৎসাব্যবস্থার উন্নতি করা যেত। অর্ধশতাব্দীর এসব অনিয়ম এমন পর্যায়ে পৌঁছেছে যে দেশের দেড় লক্ষাধিক দখলদারের কবজায় এখন আড়াই লাখ একরের বেশি শুধু বনভূমিই। যার বাজারমূল্য ১২ লাখ কোটি টাকার বেশি। বনের জায়গা দখল করে গড়ে উঠেছে রিসোর্ট-কটেজ, ঘরবাড়ি, শিল্পকারখানা, দোকানপাট, গবাদিপশুর খামারসহ নানান স্থাপনা। এমনকি সরকারি প্রতিষ্ঠানের দখলেও রয়েছে বনের অনেক জায়গা। এসব কারা করেছে এবং কাদের এসব দেখার ও প্রতিরোধের দায়িত্ব ছিল, তা খতিয়ে দেখলেই দখলদার দল এবং তাদের দোসর ‘ভূত তাড়াবার ভূত’দের চিহ্নিত করা সম্ভব। বনের রাজা গনি মিয়ার কথা মনে আছে নিশ্চয়। বন বিভাগে এমন অসংখ্য গনি মিয়া বাছতে গেলে কম্বল থাকবে না। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বনভূমি উদ্ধারে জোর পদক্ষেপ নিয়েছে। বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এমন সব জটিল আইনি প্রতিবন্ধকতা তৈরি করে রাখা হয়েছে যে উদ্ধার অভিযানে অর্জিত সাফল্য ১ শতাংশেরও কম। ৯ মাসে এই অর্জন হলে, দখলভূমি উদ্ধারের সম্ভাবনা সহজেই অনুমেয়। এ ছাড়া রেলের জমি, খাসজমি, নদী-খালবিল দখলের যে মচ্ছব চালিয়েছেন সরকারের শীর্ষ নির্বাহী থেকে পিওন-চাপরাশি পর্যন্ত- কোনো সভ্য সমাজে তা ভাবা যায় না। এসব উদ্ধার এক প্রজন্মেও সম্ভব বলে মনে হয় না। এতটা সময় তো এ সরকার পাবে না। শুরুটা করে দিয়ে যেতে পারলে সেটাই ইতিবাচক। ফলে কবি সুভাষ মুখোপাধ্যায়ের সেই বিখ্যাত কবিতার পঙ্ক্তিটি দিয়ে শেষ করি ‘একটু পা চালিয়ে ভাই...’।
শিরোনাম
- নেইমারদের খেলা সরাসরি দেখা থেকে বঞ্চিত হতে পারেন ব্রাজিলীয় সমর্থকরা
- এনার্জি ড্রিংকের ক্যানে ভদকা, সতর্ক করল মার্কিন কর্তৃপক্ষ
- মাঝআকাশে তীব্র ঝাঁকুনি: জরুরি অবতরণ, ডেল্টা ফ্লাইটে আহত ২৫
- মেহেরপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পদযাত্রা ও মানববন্ধন
- চাঁদপুরে বসুন্ধরা শুভসংঘের পরিচিতি ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত
- ভোলায় দলিত জনগোষ্ঠীর দারিদ্র বিমোচনে পরিচিতি সভা
- সারাদেশে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেফতার ১৩৮৪
- বান্দরবানে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- আগামী ৫-৬ দিন খুবই গুরুত্বপূর্ণ: প্রেস সচিব
- ফরিদপুরে আশ্রয়ণ প্রকল্পের ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
- মুদ্রাস্ফীতি ৭ শতাংশের নিচে নামলে সুদহার কমানোর ইঙ্গিত
- ফরিদপুরে হত্যা মামলায় ৫ জনের ফাঁসির আদেশ
- চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা
- ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করলো বিএসএফ
- মিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার, নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জান্তা সরকার
- বার্ন ইনস্টিটিউট থেকে ছাড়পত্র পেল আরও তিনজন
- চার জেলায় টিসিবির ডিলার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- দুদক সমাজের বাইরের প্রতিষ্ঠান নয়, এখানেও দুর্নীতি আছে : আবদুল মোমেন
- নিষেধাজ্ঞা শেষে অবসর ভেঙে ক্রিকেটে ফিরছেন টেইলর
- রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি অনুমোদনের দাবিতে মৌন মিছিল
দখলের দৌরাত্ম্য
ভূত তাড়াবার শর্ষেতেই ভূত
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর