Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : সোমবার, ৬ মে, ২০১৯ ০০:০০ টা
আপলোড : ৫ মে, ২০১৯ ২৩:৪০

দ্বিতীয়বার হার্ট অ্যাটাক অবস্থার অবনতি

শোবিজ প্রতিবেদক

দ্বিতীয়বার হার্ট অ্যাটাক অবস্থার অবনতি

গত কয়েক দিন ধরে ‘ভালো আছেন সুবীর নন্দী’ খবরে স্বস্তি মিলেছিল তার ভক্তদের মনে। কিন্তু সিঙ্গাপুরে গত শনিবার হার্ট অ্যাটাক করার পর আবারও দ্বিতীয়বারের মতো হার্ট অ্যাটাক করেছেন বরেণ্য এ শিল্পী। গত রবিবার সকালে তার হার্টে ৪টা স্ট্যান্ট পরানো হয়েছে। অবস্থা তত ভালো নয়। বাংলাদেশ থেকে সুবীর নন্দীর চিকিৎসার বিষয়টি সমন্বয় করেছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জাতীয় সমন্বয়ক সামন্ত লাল সেন। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছেন তিনি। এ ব্যাপারে সামন্ত লাল সেন বলেছেন, ‘রবিবার সকালে একটা অপারেশন হয়েছে। তার হার্টে ৪টা স্ট্যান্ট পরানো হয়েছে।’ এর আগে শনিবার সন্ধ্যায় তিনি বলেন, আজ সকালে সুবীর নন্দীর কন্যা ফাল্গুনী নন্দী আমাকে ফোন করে হার্ট অ্যাটাকের খবরটি জানায়। আগে যেখানে ওষুধ ছাড়াই রক্তচাপ নিয়ন্ত্রণ করা যাচ্ছিল। তিনি এখনো লাইফ সাপোর্টে আছেন এবং তার অবস্থা সংকটাপন্ন। প্রায় ১৮ দিন অজ্ঞান থাকার পর শুক্রবার চোখ মেলেন সুবীর নন্দী। মেয়েকে দেখে কেঁদেছেন তিনি। উন্নত চিকিৎসার জন্য ৩০ এপ্রিল সিঙ্গাপুর নেওয়া হয় একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দীকে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের এমআইসিইউতে চিকিৎসাধীন তিনি।


আপনার মন্তব্য