শনিবার, ৩০ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

এক গানে সম্পৃক্ত তাঁরা

শোবিজ প্রতিবেদক

এক গানে সম্পৃক্ত তাঁরা

দেশের জীবন্ত কিংবদন্তি সুরকার, সংগীত পরিচালক ও সংগীতশিল্পী নকীব খান, কুমার বিশ্বজিৎ এবং বরেণ্য গীতিকার শহীদ মাহমুদ জঙ্গী। বহু বছর পর তাঁরা তিনজন একসঙ্গে একই গানে সম্পৃক্ত হলেন। তাঁদের এক্সক্লুসিভ এই গানের কাজটির সঙ্গে নিজের সম্পৃক্ততা রাখলেন জনপ্রিয় সংগীতশিল্পী ও সংগীত পরিচালক বাপ্পা মজমুদার নিজের স্টুডিওতে গানের রেকর্ডিং ও মিক্সিংয়ের কাজটি করার মধ্য দিয়ে। আর এরই মধ্য দিয়ে যেন একটি শ্রুতিমধুর সুরের নান্দনিক কাব্যকথার গানের সৃষ্টি হলো কুমার বিশ্বজিতের কণ্ঠে। গানের নাম ‘সবকিছু হয়ে যায় শূন্য’। গানটি লিখেছেন শহীদ মাহমুদ জঙ্গী এবং সুর করেছেন নকীব খান। সংগীতায়োজনও করেছেন নকীব খান নিজে।  গত বৃহস্পতিবার রাতে রাজধানীর বনানীতে বাপ্পা মজুমদারের স্টুডিওতে গানটির রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন হয়।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর