শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

১৯টি প্রেক্ষাগৃহে ‘বিউটি সার্কাস’

শোবিজ প্রতিবেদক

১৯টি প্রেক্ষাগৃহে ‘বিউটি সার্কাস’

টিএসসিতে ‘বিউটি সার্কাস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মাহমুদ দিদার, জয়া আহসান, সুমি, ফেরদৌস ও ইভান

বসুন্ধরা গুঁড়া মসলা নিবেদিত আলোচিত সিনেমা মাহমুদ দিদারের ‘বিউটি সার্কাস’। আজ সিনেমাটি সারা দেশের ১৯টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। মুক্তির পূর্বে সিনেমাটির প্রচারণায় নানা জায়গায় ছুটছে পুরো টিম। এর আগে রাজধানীর বিয়াম অডিটোরিয়ামে বিউটি সার্কাসের বর্ণাঢ্য এক সংবাদ সম্মেলন হয় জয়া, ফেরদৗস, এ বি এম সুমন ও মাহমুদ দিদারের উপস্থিতিতে। এরপর পুরো টিম প্রচারণায় যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। সম্প্রতি ‘বিউটি সার্কাস’-এর নির্মাতা, অভিনয়শিল্পী ও কলাকুশলীরা সিনেমাটির প্রচারণার জন্য ছুটে গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) অডিটোরিয়ামে। সে সময় উপস্থিত ছিলেন মাহমুদ দিদার, জয়া আহসান, ফেরদৌস আহমেদ, গাজী রাকায়েত, এ বি এম সুমন, চিরকুটের শারমিন সুলতানা সুমি, এ্যাশেজ ব্যান্ডের জুনায়েদ ইভানসহ অনেকেই। অনুষ্ঠানে উপস্থিত ঢাবি শিক্ষার্থীদের সামনে তাঁরা সবাই ‘বিউটি সার্কাস’-এর খুঁটিনাটি বিষয় নিয়ে আড্ডায় মেতে ওঠেন। জমজমাট সেই আড্ডার মাধ্যমে সবাইকে দল বেঁধে প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখারও আহ্বান জানান নির্মাতা। মাহমুদ দিদার বলেন, ‘অনেক পরিশ্রমের ফসল বিউটি সার্কাস। এতে আমাদের সবার ডেডিকেশন ছিল। তাই চাই, সবাই হলে এসে সিনেমাটি দেখবেন।’ জয়া আহসান বলেন, ‘বিউটি সার্কাসে অনেক লম্বা একটা জার্নি করেছি আমরা। কিন্তু এই জার্নিটা বেশ মধুর ছিল, আশা করছি শেষটাও খুব সুন্দর হবে। দিদারের প্রথম সিনেমা। সবাইকে প্রেক্ষাগৃহে ‘বিউটি সার্কাস’ দেখার অনুরোধ রইল।’ ফেরদৌস বলেন, ‘বিউটি সার্কাস আমাদের সিনেমা। হলে আসুন, ভালো সিনেমাকে প্রমোট করুন।’ এ বি এম সুমন বলেন, ‘আমরা যেভাবে রিয়েল লোকেশনে শুটিং করেছি, সার্কাসের আদলে-বর্তমানে অন্য কোনো প্রোডাকশনের জন্য এটা করা প্রায় অসম্ভব। আর মাহমুদ দিদার সেই কাজটাই করেছেন। ফাইনালি ‘বিউটি সার্কাস’ মুক্তি পাচ্ছে।’

সর্বশেষ খবর