সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ইউটিউবে শেলু বড়ুয়ার শত গান

 শোবিজ প্রতিবেদক

ইউটিউবে শেলু বড়ুয়ার শত গান

নজরুল সংগীত শিল্পী ও শিক্ষক শেলু বড়ুয়া বছর দুয়েক আগে এক ভিন্ন রকমের উদ্যোগ নিয়েছিলেন। যেখানে ২০টি নজরুল গীতি নিয়ে শুরু করেছিলেন ‘নজরুল সংগীত আদি সুরে’ নামের ইউটিউব চ্যানেল। যার উদ্দেশ্য ছিল গোটা বিশ্বের নজরুলপ্রেমীদের সঠিক কথা ও সুরে গান শেখানো। সেই পরিকল্পনায় ব্যাপক সাড়া পেয়েছেন শেলু বড়ুয়া, হাঁকালেন শতক। এর মধ্যে ১০০টি গানের মাইলফলক পূর্ণ করেছে চ্যানেলটি। এ প্রসঙ্গে শেলু বড়ুয়া বলেন, আমি এমন কিছু রেখে যেতে চাই ১০০ বছর পরও কেউ চাইলে এ চ্যানেলটি থেকে শুদ্ধ কথা ও সুরে নজরুল গীতি শিখতে পারে। সেই লক্ষ্যেই আমি কাজ করে যাচ্ছি। মাত্র ২০টি গান দিয়ে শুরু করে এখন শতকের ঘর অতিক্রম করেছি। এটা আমার জন্য পরম শান্তির। সরকারি সংগীত কলেজের প্রাক্তন শিক্ষক শেলু বড়ুয়া তার শিক্ষকতার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইউটিউব চ্যানেলের প্রত্যেকটি গান ইলাস্ট্রেশনসহ টিউটোরিয়াল আদলে উপস্থাপনা করে চলেছেন।  গানের শুরুতেই গানটি মূল শিল্পীর নামসহ গানের বর্ণনা এবং পরে কোথায় কীভাবে অলংকারগুলো গাইতে হবে তা তিনি বর্ণনা করেছেন।

 

সর্বশেষ খবর