পূজা চেরী। নায়িকা হিসেবে অল্প সময়ের মধ্যে দেশীয় চলচ্চিত্রে বেশ ভালোভাবেই ঝালিয়ে নিয়েছেন। তাঁর অভিনীত বেশকিছু ছবি দর্শকপ্রিয়তা পেয়েছে। এ সাফল্যের পর প্রথমবারের মতো ওয়েবে নাম লিখিয়েছেন। পূজার সঙ্গে বলা নানা কথা তুলে ধরেছেন- পান্থ আফজাল
প্রথমবার ওয়েব সিরিজ ‘ব্ল্যাকমানি’তে অভিনয়ের অভিজ্ঞতা কেমন ছিল?
সব মাধ্যমেই তো কাজ করেছি। বাদ ছিল শুধু ওয়েব সিরিজ। অনেক দিন ধরে প্রস্তাবও ছিল। কিন্তু গল্প ও আনুষঙ্গিক বিষয় পছন্দ না হওয়ায় কাজ করা হয়নি। এটা আমার প্রথম সিরিজ, ওয়েব সিরিজ করার আগ্রহ থেকেই এটির কাজ করা। সবচেয়ে বড় কথা, আমার নায়িকাজীবনের প্রথম সিনেমা ‘পোড়ামন-টু’র পরিচালক রায়হান রাফী এ সিরিজের নির্মাতা। সিরিজটিতে গুণী অভিনয়শিল্পীরা আছেন, তাদের সঙ্গে কাজ করে কিছু শিখতে পেরেছি। এ শেখার লোভ থেকেই কাজটি করেছি।
‘প্রেমের দোকানদার’ আইটেম গানে তো ফাটিয়ে দিয়েছেন...
ভালো রেসপন্স আসছে। বিভিন্ন মাধ্যমে আমার পারফরমেন্সের প্রশংসা পাচ্ছি। গানটিতে নেচে আমারও ভালো লেগেছে। কারণ সব সময় এত সুন্দর গান পাওয়া যায় না। কণা আপু কী সুন্দর গেয়েছেন। এ গানে আমাকে গল্পের প্রয়োজনেই প্রেজেন্ট করা হয়েছে। বাড়তি কিছুই করিনি।
নতুন কাজের খবর কী?
পরিকল্পনা চলছে। এখন একটু সিলেকটিভ হয়ে গেছি। অবশ্য হুট করে যদি কোনো কাজ ভালো লেগে যায়, তাহলেই শুরু করে দিতে পারি। তবে ভালো কিছু হতে হবে। যেমন ভালো পরিচালক, গল্প, সহশিল্পী-সব মিলিয়ে পারফেক্ট হতে হবে।
ভবিষ্যতে নিজেকে কীভাবে দেখতে চান?
আমি কারও মতো হতে চাই না। কারও জায়গাও নিতে চাই না। নিজেকে একটা শক্ত অবস্থানে দেখতে চাই। এটা বিশ্বাস করি যে, কেউ কারও জায়গা নিতে পারে না। তবে নিজেকে চলচ্চিত্রে বড় একটা অবস্থানে দেখতে চাই। সেই অবস্থানে যেতে প্রতিনিয়ত নিজেকে তৈরিও করছি। অভিনয়ে ভালো অবস্থানে যেতে হলে অবশ্যই অভিনয়ের উন্নতি করতে হবে। অভিনয়ের উন্নয়নের জন্য প্রায়ই আয়নার সামনে অনুশীলন করি। সংলাপ বলি। প্রচুর সিনেমা দেখি, নাটক ও ওয়েব সিরিজ দেখি। বড়দের কাজ দেখি, সমসাময়িকদেরও দেখি, জুনিয়রদেরও দেখি-যেটা ভালো, সেটা যেমন দেখি, খারাপটাও দেখি। অভিজ্ঞতা অর্জন করতে চাই।
আপনার সঙ্গে প্রেমের একটা গভীর সম্পর্ক আছে...
আমি তো সবসময় প্রেমের মধ্যে থাকতে পছন্দ করি। প্রেম ছাড়া মানুষের জীবন তো অর্থহীন। কিন্তু হঠাৎ আমার মনে হয়েছে, প্রেম আসলে কাজের কিছুটা হলেও ক্ষতি করে। তাই সিদ্ধান্ত নিয়েছি প্রথমে কাজ তারপর অন্যকিছু। তাই কারও সঙ্গেই প্রেম নেই এখন। প্রেমে আছি আবার নেই। এটা অন্যরকম অনুভূতি।