রাগ মানুষকে অনেক সময় বিপদে ফেলে দেয়। কারো কারো জন্য আবার সর্বনাশের কারণও হয়ে দাঁড়ায়। রাগকে নিজের বশে রাখতে না পেরে ফেঁসে গেলেন জাম্বিয়ার প্রধান বিরোধী দলের নেতা ফ্রাঙ্ক বাওয়ালওয়া। রাগের মাথায় তিনি নিজ দেশের প্রেসিডেন্টকে 'আলুর মতো পঁচে যাওয়া' বলে কটাক্ষ করেন। ব্যস!
প্রেসিডেন্টের মানহানির জেরে তার বিরুদ্ধে জারি হলো গ্রেফতারি পরোয়ানা। আর শাস্তি হিসেবে পেলেন একেবারে পাঁচ বছরের জামিন অযোগ্য কারাবাস।
জাম্বিয়ার প্রধান বিরোধী দলের নেতা বলছিলেন, জাম্বিয়াকে পৃথিবীর মানচিত্রে প্রতিষ্ঠা করতে হবে। এর জন্য চাই সুশাসন। কিন্তু আমাদের দেশের রাষ্ট্রপতি তো আলুর মতো। উনি পুরো আলুর মতো পঁচে গিয়েছেন।
বাওয়ালওয়া ভাগ্যটা খারাপ। স্থান কাল বিবেচনা না করেই মন্তব্যটা করে ফেলেছেন তিনি। যদিও তার কথাটা ছিল খারাপ। তবে সাগর টপকে তিনি যদি ভারতে চলে যেতেন তাহলে হয়তো এই মন্তব্যের জন্য হিরো বনে যেতেন। হাতাতালিও পেতেন বেশ।