মাত্র ১ হাজার ৫০০ আলোকবর্ষ দূরের ওরিওন নেবুলার চোখ ধাঁধানো ছবি প্রকাশ করল নাসা। স্তিতজার স্পেশ টেলিস্কোপ থেকে প্রাপ্ত ইনফ্রারেড ডেটা থেকে পাওয়া গেছে এই ছবি।
লাল, সবুজ, হলুদ রঙের মাধ্যমে ফুটে উঠেছে নেবুলাটির মহাজাগতিক শক্তি। নেবুলা থেকে আগত আলোকশক্তির তরঙ্গ দৈর্ঘ্য বিশ্লেষণ করে দেখা গেছে, নেবুলাটির মাঝখানে একটি উত্তপ্ত তারা রয়েছে। তারাটির নাম ট্রাপেজিয়াম ক্লাস্টার।
নেবুলা থেকে আগত লাল রঙের আলোকময় স্থানটিতে খুদে খুদে প্রচুর তারা অস্তিত্বের প্রমাণ পাওয়া গেছে। এই তারাগুলো এখনও তৈরি হচ্ছে।
নেবুলাটির মাঝে ঘন লাল রঙের স্থানটিতে প্রোটোস্টারের একটি গুচ্ছ আছে। এর মধ্যে উজ্জ্বলতম প্রোটোস্টারটির নাম দেওয়া হয়েছে HOPS 68।