আর্জেন্টিনার বুয়েন্স এইরেস প্রদেশের লুজান চিড়িয়াখানায় থাকা সিংহ ও বাঘের সঙ্গে যে কেউ ইচ্ছে করলেই খাতির জমাতে পারেন। মন চাইলে শুয়ে থাকতে কিংবা গড়াগড়িও খেলতে পারবেন। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাণীগুলো অনেক হৃষ্টপুষ্ট এবং নিয়মিত খাবার পায় বলে মানুষকে খাদ্য মনে করে না।
এদিকে, কিছু প্রাণী অধিকার সংগঠন দাবি করেছে সিংহ ও বাঘগুলোকে শান্ত করে রাখার ওষুধ ব্যবহার করা হয়েছে। কিন্তু চিড়িয়াখানা কর্তৃপক্ষের বক্তব্যের সঙ্গেই একমত পোষণ করেন বেশিরভাগ পর্যটক।
কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, ১৯৯৪ সালে প্রতিষ্ঠার পর থেকে কখনোই এই চিড়িয়াখানায় সামান্যতম দুর্ঘটনাও ঘটেনি। এর কারণ হিসেবে বলা হয়, কুকুরের মতো পোষা প্রাণীর সঙ্গে গড়ে ওঠা এই ভয়ংকর প্রাণীগুলোকে মানুষের সঙ্গে যোগাযোগে সক্ষম করে গড়ে তোলা হয়।