মাছ নাকি কাঁচের মত হয়! অবাক করার মত তেমনই স্বচ্ছ এক মাছ খুঁজে পেয়েছেন নিউজিল্যান্ডের এক জেলে। এ ধরণের মাছ পৃথিবীতে খুব একটা দেখা যায়না বলেও গবেষকরা জানিয়েছেন।
নিউজিল্যান্ডের দ্বীপ কারিকারি পেনিনসুলা থেকে প্রায় ৪০ মাইল গভীরে মাছ শিকার করতে যান জেলে ফ্র্যাসার এবং সাথে ছিল তার ছেলে। ফ্র্যাসার জানান তিনি মাছ শিকার করতে করতে হঠাৎ পানিতে দেখতে পান ভিন্ন রকম কিছু একটা। প্রথম দিকে বিষয়টি তিনি এড়িয়ে যান তবে একটু কাছাকাছি হতেই তিনি দেখতে পান এটি অন্য সব কিছুর মত নয়। এটি একটি মাছের আকৃতির কিন্তু এর গায়ে কোন রঙ নেই এবং খুব স্বচ্ছ।
তিনি জানান, 'আমি প্রথমে এই মাছ দেখে অবাক হয়ে যাই, কাছে গিয়ে একে ধরার চেষ্টা করতেই একে ধরতে পারি এটি অত্যন্ত ধীর গতিতে পানির উপরিভাগে সাঁতার কাটছিল।'
তিনি আরও বলেন, 'আমি মাছটিকে পানি থেকে তুলে নিয়ে সত্যি অবাক হয়ে যাই। এর পেটের বাতাসের থলী বাইরে থেকেই দেখা যাচ্ছিল। এর শরীরের কাঁটা পরিষ্কার দেখা যাচ্ছে। এবং মাছটি অনেকটা স্বচ্ছ জেলির মত। তিনি মাছটিকে তীরে নিয়ে আসেন। তার সকল জেলে বন্ধুদের খরব দেন সবাই এসে দেখেও, কেউই এর প্রজাতির বিষয়ে জানাতে পারেনি।
এদিকে, ন্যাশনাল মেরিন অ্যাকুরিয়ামের গবেষক ডেবরা ক্র্যাকনেল বলেন, এটি Salpa maxima জাতীয় বা জেলি জাতীয় মাছ। এধরণের মাছ খুব একটা দেখা যায়না তবে এটা শীতল পানির সাগরে দেখা যায়। ন্যাশনাল জিওগ্রাফিকের স্বচ্ছ প্রাণী Salpa maxima নিয়ে প্রতিবেদন পড়ুন। এছাড়া এমন স্বচ্ছ চিংড়ি এবং জেলি ফিস জাতীয় মাছ আগেও অনেক পাওয়া গেছে। এরা ফুলকার সাহায্যে পানিতে ভেসে বেড়ায়। অনেক সময় এ ধরণের মাছ নিজেদের রক্ষায় বর্ণও পরিবর্তন করতে পারে।
উল্লেখ্য, খুঁজে পাওয়া মাছটির আকৃতি সাধারণ মাছের মতই তবে এটির কোন রঙ নেই এবং এটি স্বচ্ছ কাঁচের মত। দেখতে বা শুনতে অবিশ্বাস্য হলেও এরই মাঝে এক্সপ্রেস ইউকে, দি ডেইলি মেইল, দি ডেইলি স্টার সহ প্রায় সকল আন্তর্জাতিক মিডিয়া এই মাছ নিয়ে প্রতিবেদন করেছে।