পৃথিবীতে বেঁচে থাকা সবচেয়ে বয়স্ক পুরুষের নাম আলেকজান্ডার ইমিচ। ১১১ বছর বয়সী ইমিচ ১৯০৩ সালে পোল্যান্ডে জন্মগ্রহণ করেন। ১৯৫০ সালে যুক্তরাষ্ট্রে চলে আসেন তিনি।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ১১১ বছরে পা দিয়েছেন ইমিচ। যুক্তরাষ্ট্রভিত্তিক বার্ধক্যবিদ্যা বিষয়ক গবেষণা দল ধারণা করছে পৃথিবীতে বেঁচে থাকা সবচেয়ে বয়স্ক পুরুষ তিনি।
জ্যোতির্বিদ্যার পণ্ডিত ইমিচ নিউ ইয়র্ক সিটিকেই নিজের বাড়ি বলে মনে করেন।
তবে বেঁচে থাকা পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি বয়স্ক হলেও পৃথিবীতে এখনও ৬৬ জন নারী বেঁচে আছেন যারা ইমিচের চেয়ে বয়সে বড়। জাপানের ১১৬ বছর বয়সী মিসাও ওয়াকাকে সকলের মধ্যে প্রবীণ মনে করা হলেও পেরুর ফিলোমেনা তাইপে মেনডোজার বয়স আবিষ্কারের পরে প্রবীণের তালিকায় দ্বিতীয় অবস্থানে চলে গেছেন মিসাও ওয়াকা।
১৮৯৭ সালের ২০ ডিসেম্বর জন্মগ্রহণ করা তাইপে মেনডোজা জাপানের মিসাও ওকাওয়ার চেয়ে মাস তিনেকের বড়। ১৮৯৮ সালের ৫ মার্চ জন্মগ্রহণ করেছিলেন মিসাও ওকাওয়া। তাইপে মেনডোজার পরিচয়পত্রে উল্লেখ করা জন্মতারিখ থেকেই তাকে সবচেয়ে বয়স্ক ব্যক্তি বলে ধারণা করা হচ্ছে।
ম্যানহাটনে নিজের অ্যপার্টমেন্টে দেওয়া একটি সাক্ষাৎকারে ইমিচ তার দীর্ঘজীবনের পেছনে বংশগতভাবে পাওয়া জিনকে কারণ হিসেবে উল্লেখ করেন। তার বাবাও ৯০ বছরের বেশি বয়স পর্যন্ত বেঁচে ছিলেন বলে জানান ইমিচ। তবে দীর্ঘজীবন লাভের জন্য বংশগত বৈশিষ্ট্যের পাশাপাশি নিজের জীবনাচরণও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।
মুরগির মাংস ও চকোলেট তার প্রিয় খাবার বলে জানিয়েছেন ইমিচ।
১৯৯৫ সালে ৯২ বছর বয়সে ‘ইনক্রেডিবল টেলস অব দ্য প্যারানরমাল’ নামে একটি সাহিত্য সংকলন সম্পাদনা করেন ইমিচ। এখনও ভবিষ্যতের কথা চিন্তা করেন বলে জানান তিনি। এ প্রসঙ্গে ইমিচ বলেন, ‘এখনও অনেক কিছু আছে যা আমি অর্জন করতে চাই। কিন্তু ঠিক কি অর্জন করতে চাই বা তা কিভাবে সেটা আমার কাছে পরিষ্কার নয়।’ সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া।