বিমানের আসনে বসেই পৌঁছে যাবেন মেঘের দেশে! কি অবাক হচ্ছেন? অবাক হওয়ারই কথা। এতদিন বিমান যাত্রীরা যেভাবে আকাশ পথে ভ্রমণ করেছেন তার থেকে বেরিয়ে এসে এক নতুন পথের দিশা দিল ভার্জিন আটলান্টিক।
ব্রিটেনের এই উড়ান সংস্থা নিয়ে এসেছে গ্লাস বটমড প্লেন। যার পাটাতনের পুরোটাই নির্মিত কাঁচ দিয়ে। তাই বিমানের আসন থেকেই আপনি চলে যাবেন নীল আকাশে। উপভোগ করবেন মেঘের খেলা।
ভার্জিন আটলান্টিকের প্রতিষ্ঠাতা রিচার্ড ব্র্যানসন ব্যক্তিগত উদ্যোগে এই প্রজেক্টের কাজ শুরু করেন। এরপর ভার্জিনের নিজস্ব ইনোভেটিভ দল গোটা প্রকল্পটির রূপায়নের দায়িত্বে ছিল। তারা নিজেদের গোপনতম প্রকল্পটির কাজ চালিয়ে গেছে বেশ কয়েকবছর ধরে।
আর কিছুদিনের মধ্যেই এই বিমানের বুকিং শুরু হবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। এই বিমানের যাত্রীদের জন্য কেবিন ক্রুদেরও দেওয়া হচ্ছে বিশেষ প্রশিক্ষণ।