স্বভাবত কোনও দেশেরই রাজনৈতিক ব্যক্তিত্বের পেজ খুব বেশি জনপ্রিয়তা লাভ করেনি ফেসবুক ফলোয়ার্সদের মধ্যে। যদিও, এরমধ্যে ব্যতিক্রমী ছিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এবার সেই জনপ্রিয়তার জায়গায় পৌঁছে গেছেন ভারতের ভাবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ওবামার ঠিক পরেই এই মুহূর্তে দ্বিতীয় স্থানে রয়েছেন মোদি। এমন তথ্যই পাওয়া গেছে ফেসবুকের পক্ষ থেকে। বিগত কয়েকদিনে ফেসবুকে চোখের পলকে বেড়েছে মোদির ভক্তের সংখ্যা। এর মধ্য দিয়েই ক্ষমতায় এসেই ওবামার কাছাকাছি পৌঁছে গেলেন মোদি।
ফেসবুক সূত্রে জানা গেছে, ৭ এপ্রিল যখন ভারতের প্রথম দফার নির্বাচন হলো তখন ফেসবুকে মোদির ভক্তের সংখ্যা ছিল ১২.৪৬ মিলিয়ন। কিন্তু মোদি ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরই সংখ্যাটা একলাফে বেড়ে হয়ে গেছে ১৫.২৪৫ মিলিয়ন। এই মুহূর্তে শুধু ভারতের মধ্যেই মোদির ফ্যানেরা সীমাবদ্ধ নেই, ছড়িয়ে পড়েছে বিদেশের মাটিতেও। বিশ্বের বিভিন্ন সম্প্রদায়, ভাষাভাষীর মানুষ এখন জড়িয়ে রয়েছে মোদির ফেসবুকের সঙ্গে।
রাজনৈতিক নেতাদের মধ্যে এই মুহূর্তে ফেসবুকে জনপ্রিয়তার বিচারে সবচেয়ে এগিয়ে আছেন ওবামা। এই মুহূর্তে তার ফ্যানের সংখ্যা ৪০ মিলিয়ন। তারপরই রয়েছেন মোদি।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, ফেসবুকে ওবামার ফ্যানের সংখ্যা শতাংশে রোজ যা বাড়ছে, তার চেয়ে অনেক বেশি শতাংশের হারে বাড়ছে মোদির ভক্তের সংখ্যা। ফলে এখন প্রতি মুহূর্তে ফেসবুকের কর্তারাও মোদির ফেসবুক পেজে নজরদারি চালাচ্ছেন।