ভারতের অন্ধ্রপ্রদেশবাসী পূর্ণা মাত্র ১৩ বছর বয়সে এভারেস্ট জয়ের রেকর্ড সৃষ্টি করল। তাঁর সঙ্গী ছিল আনন্দ নামের এক নাবালক।
অন্ধ্রপ্রদেশের নিজামবাদের বাসিন্দা পূর্না এবং পার্শ্ববর্তী খাম্মামে বাস আনন্দের। পূর্ণা এবং আনন্দ দু’জনেই নবম শ্রেণীর পড়ুয়া। গত নভেম্বর মাস যাত্রা শুরু করেছিল পূর্ণা এবং আনন্দ-সহ আরও বেশ কয়েকজন নাবালক-নাবালিকা। তাঁরা প্রত্যেকেই একই এলাকার বাসিন্দা।
কিন্তু, অতিরিক্ত ছোট হওয়ায় কোনরকম প্রশিক্ষণ দিতে তাদের অস্বীকার করা হয়। কিন্তু, তাস্বত্ত্বেও মনের জোরকে সম্বল করে তারা পাড়ি দেয় স্বপ্নপূরণের লক্ষ্যে। যাওয়ার আগে আত্মবিশ্বাসের সঙ্গে পূর্ণা জানিয়েছিল, 'এভারেস্ট শৃঙ্গ জয় করে ঠিক ফিরে আসব।'