নিজের ভাষায় আপনি ওয়েব ক্যামের সামনে বসে কথা বলছেন। মজার ব্যাপার হল, যাঁর সঙ্গে কথা বলছেন তিনি শুনছেন তাঁর ভাষায়! এইভাবেই এখন কথা বলা যাবে স্কাইপে।
মঙ্গলবার কোড টেকনোলজি কনফারেন্সে মাইক্রোসফটের এই ট্রান্সলেটরের কথা ঘোষনা করলেন স্কাইপের ভাইস প্রেসিডেন্ট গুরদীপ প্যাল।
ইংরেজি ও জার্মান ভাষায় এই পরীক্ষা চালানো হয়। একটা বাক্য ইংরেজিতে বলার পর তা স্কাইপ নিজে থেকেই জার্মান ভাষায় অনুবাদ করে নেয়।
মাইক্রোসফটের সিইও সত্য নাডেলা বলেন, 'যেদিন থেকে মানুষ কথা বলতে শিখেছে ভাষার প্রাচীর ভাঙতে চেয়েছে। যদিও এই সুবিধা বিনামূল্যে মিলছে না। অন্যদিকে গুরদীপ জানান, প্রথমে উইন্ডোজ এইটের বিটা অ্যাপ হিসেবে আসবে এই ট্রান্সলেটর।'