বিশ্বের অনেক দেশের মাটির নিচেই শহর রয়েছে। এর মধ্যে তুরস্কের ডেরিনকিউ বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ। কারণ এই শহরে সব ধরনের নাগরিক সুযোগ-সুবিধাই আছে যা মাটির নিচের অন্য কোনো শহরে নেই।
ডেরিনক্যু নামের শহরটি মাটির ৬০ মিটার নিচ পর্যন্ত বিস্তৃত। সেখানে বর্তমানে বসবাস করছে প্রায় ২০ হাজার মানুষ। ৭০০ খ্রিস্টাব্দের দিকে এখানকার অধিবাসীরা বাইরের দেশের আক্রমণ ও যুদ্ধ থেকে নিজেদের নিরাপদ রাখার জন্য মাটির নিচে এমন একটি শহর নির্মাণ করেন।
এই শহরে প্রবেশপথ রয়েছে ৬০০। রয়েছে বিশাল বিশাল রুম, চেম্বার, সুবিধা। পুরো শহরটি ভিতর থেকে বড় পাথরখণ্ডের দরজা দিয়ে বন্ধ রাখা যায়। এমনকি প্রতিটি ফ্লোর বন্ধ রাখা যায় আলাদাভাবে। পুরো শহরটি স্থাপত্যশেলী একটি গোলকধাঁধার মতো। এজন্য শহরে অনধিকার প্রবেশ সহজসাধ্য নয়।