অ্যালিয়েন ও উইএফও (An unidentified flying object, or UFO) নিয়ে জল্পনা-কল্পনা কম হয়নি। আসলে কি ইউএফও বলে কিছু আছে! ভিনগ্রহের বাসিন্দারা কি সত্যিই ইউএফও চড়ে আমাদের পৃথিবীতে আসেন! এমন জনপ্রিয় প্রশ্নগুলোর উত্তর খুঁজতে কোটি কোটি ডলার খরচ করে মস্ত বড় বড় গবেষণাগারও হয়েছে। অনেকে এই প্রশ্ন সমাধান করে রাতারাতি জনপ্রিয় হতে গিয়ে গোঁজামিল দিয়েছেন। কেউ বা আবার `ইউএফও দেখেছি' বলে গল্প ছড়িয়েছেন। দিয়েছেন কল্পিত বর্ণনা। এবার গুগল আর্থে ইউএফও'র দেখা মেলার দাবি করেছেন ইউএফও হান্টার মানে ভিন গ্রহের কপ্টার খুঁজে বেড়ানো এক বিশেষজ্ঞ স্কট ওয়ারিং । তিনি প্রমান হিসেবে ইউ টিউবে ইউএফও প্রমাণ সংক্রান্ত এক ভিডিও আপলোড করেছেন। সেই ভিডিওতে ওয়ারিং গুগল আর্থে ধরা পড়া ইউএফও'র চিত্র দেখিয়েছে, সঙ্গে দেখা গেছে ভিন গ্রহের প্রাণীও।
স্কট দাবি করেছেন, ক' মাস ধরেই তিনি নিশ্চিত ছিলেন একটি ইউএফও পৃথিবীতে এসেছে। এই জন্য বিভিন্নভাবে তিনি তৈরি হয়েছিলেন।
অবশেষে সেই ইউএফও তিনি নাকি দেখতে পান আমেরিকার মনটানা প্রদেশে। মনটানা ব্রিজের উপর দিয়ে হাঁটার সময় খালি চোখে ছ মিনিট ধরে নাকি ইউএফওটি দেখা যায়। স্থানীয় বেশ কয়েকজন মানুষ নাকি এটা দেখে চমকে যান। ইউএফও দেখেছেন বলে দাবি করা এমনই এক স্থানীয় বাসিন্দা বলেন, প্রথমে বিশ্বাস হয়নি, কিন্তু পরে বুঝতি পারি ওটা আসলে ইউএফও।
এরপর গুগল মানচিত্রে গিয়ে স্কট দেখেন, তাতেও ইউএফও'র মত কিছু একটা জিনিসের ছবি ধরা পড়েছে।
এর আগেও স্কট ওয়ারিং ইউএফও'র অস্তিত্ব প্রমাণের চেষ্টা করেছিলেন। কিন্তু বাস্তবে তা পারেননি। বিশেষজ্ঞরা বলছেন, গুগল আর্থে ইউএফও'র ছবি বলে যেটা দেখা যাচ্ছে সেটা একটা `স্যাটলাইট এরর` বলেই মনে হচ্ছে। অনেক সময় স্যাটেলাইটে বিভ্রাটের ফলে বজ্রপাত বা কোনও তারা খসার ছবি এরকম দেখতে লাগে। অবশ্য মানুষ বরাবরই নিজেদের অবচেতন মনে লুকিয়ে থাকা বিশ্বাসকে মেলানোর জন্য মুখিয়ে থাকে। তাই গুগল আর্থের এই ছবি এখন ইন্টারনেট দুনিয়ায় একেবারে ফাটাফাটি হিট। আর অনেকে বলেছেন, তেনারা আছেন... আর আপনি!
আপনি স্বচক্ষে গুগল আর্থে গিয়ে দেখতে পারেন ভিনগ্রহের প্রাণী ও ইউএফওকে। এরপরই সিদ্ধান্ত নিতে পারেন আসলে তেনারা আছেন নাকি সবই আমাদের কল্পনা।
কীভাবে জেনে নিন-
১) আপনার কম্পিউটার বা ল্যাপটপ/ট্যাব/মোবাইলে গুগল আর্থ ডাউনলোড করুন।
২) গুগল আর্থে সার্চ বক্সে Trout Creek, Montana লিখুন
৩) সেখানে জুম করে দেখতে পাবেন একটা ব্রিজ। সেই ব্রিজ থেকে মাউস ঘুরিয়ে আকাশের দিকে তাকালেই দেখবেন সেই ইউএফও।