পেটের ক্ষুধায় নিজের সঙ্গীকেই খেয়ে ফেলল একটি কুকুর। ঘটনাটি ঘটেছে কুকুরপ্রেমী শহর হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় প্রাণী আশ্রয় কেন্দ্রে।
জানা গেছে, এবি থমাস মানে এক ব্যক্তি পছন্দসই একটি কুকুরের খোঁজে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের ওকলাহোমা প্রাণী আশ্রয় কেন্দ্রে। কিন্তু সেখানে গিয়ে তিনি যা দেখতে পান তাতে তো চক্ষু চড়কগাছ! থমাস দেখলেন, একটি কুকুর তার সঙ্গী অন্য এক মৃত কুকুরকে ছিড়ে ছিড়ে খাচ্ছে!
থমাস বলেন, 'আমি বিশ্বাস করতে পারছিলাম না ঘটনাটি। সেখানে কুকুরগুলো কতটা ক্ষুধার্ত ছিল! দেখলাম, একটি মা কুকুর ও তার বাচ্চা মিলে অন্য একটি কুকুরকে খাচ্ছে। আর খাঁচাটি কুকুরের মলমূত্রে ভরা। সেখানে আর কিছুই ছিল না। ছিল না কোন খাবার।'
ইদাবেল শহরের আশ্রয় কেন্দ্রটির এ দৃশ্য ভিডিওতে ধারণ করে থমাস সম্প্রতি ইউটিউবে প্রকাশ করেন। ভিডিওটি সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উত্তেজনার সৃষ্টি করে।
সঙ্গে সঙ্গেই প্রায় ছয় হাজার ক্ষুব্ধ জনতা আশ্রয়কেন্দ্রের পশু নিয়ন্ত্রণ কর্মকর্তার বিরুদ্ধে অনলাইনে অভিযোগ করে তাকে বহিষ্কারের দাবি জানায়। একইসঙ্গে ফেসবুকেও পড়ে যায় ব্যাপক সাড়া।
অন্যদিকে, স্থানীয় পুলিশ এ ঘটনার সত্যতা স্বীকার করেছে। তবে পশুদের যথাযথ যত্ন ও খাবার দেওয়া হয় না, একথা যুক্তিহীন বলে তারা জানায়।
এ বিষয়ে সহকারী পুলিশ প্রধান জন মার্টিন জানান, এটি একটি দুর্ঘটনা মাত্র।
এ বিষয়ে শহরের মেয়র টিনা ফসি থমাস সংবাদ মাধ্যমকে বলেন, এ ঘটনার পূর্ণ তদন্ত করা হবে। অবশ্যই আমরা পদক্ষেপ নেব।
ঘটনার এ আলোড়নের মাঝেও সুখবর, থমাস ওই মা কুকুর ও তার ছানাকে সাদরে ঘরে নিয়ে এসেছেন। কুকুরছানাটির নাম রেখেছেন জয়।
বিডি-প্রতিদিন/২০ জানুয়ারি ২০১৫/আহমেদ