পৃথিবীটা বৈচিত্র্যময় বলে আজও এতো সুন্দর। মানুষ বেঁচে থাকে আরও একটা নতুন রহস্যের জন্য, নতুন কোনো বিচিত্র ঘটনার জন্য। তাই, প্রকৃতি যেমন মানুষকে প্রতিনিয়তই অনেক বিচিত্র অভিজ্ঞতা উপহার দেয় তেমনি মানুষও অনেক বিচিত্রতার জন্ম দেয়। যেমনটা যুক্তরাষ্ট্রের কলোরাডোর শ্যুটারস গ্রিল নামক রেস্টুরেন্টে গেলে আপনি এমনি এক বিচিত্র অভিজ্ঞতার মুখোমুখি হবেন।
অভিজ্ঞতা বলে, কোনো রেস্টুরেন্টে যদি আপনি খাবারের মান নিয়ে প্রশ্ন তোলেন তাহলে রেস্টুরেন্টের ম্যানেজার থেকে শুরু করে সবাই আপনার সঙ্গে নমনীয় আচরণ করেন। কিন্তু কলোরাডোর এই রেস্টুরেন্টে যদি আপনি ভুলেও খাবারের মান নিয়ে প্রশ্ন তোলেন তাহলে নমনীয় আচরণের বদলে আপনার কপালে জুটবে গুলি। আর তাও কোনো পেশাদার বন্দুকবাজের হাতে নয়, রেস্টুরেস্টের সশস্ত্র সুদর্শনা ওয়েট্রেসরাই এই কাজের জন্য যথেষ্ট।
বিচিত্র এই রেস্টুরেন্টের মালিক লরেন বোবার্ট। তার রেস্টুরেন্টে একবার গুলিতে এক ব্যক্তি নিহত হওয়ার পর থেকে তিনি নিরাপত্তার খাতিরে সব ওয়েট্রেসের কোমরে ঝুলিয়ে দিয়েছেন একটা করে আগ্নেয়াস্ত্র। এই রেস্টুরেন্টে যে নারীই কাজের জন্য আসেন, তাকে আগে গুলি চালানোর প্রশিক্ষন দেয়া হয়। এরপরই তাকে চাকরি দেয়া হয়। তবে লরেনের বক্তব্য, রেস্টুরেন্টে আসা খদ্দেররা যেন কোনো ঝামেলা করতে না পারে কিংবা কোনো ঝামেলার শুরু হলে যেন তা মোকাবেলা করা যায় তাই এই পন্থা অবলম্বন।
বিডি-প্রতিদিন / ২১ জানুয়ারি,২০১৫ /নাবিল