তুরস্কে হিজড়াদের জন্য প্রথমবারের মতো একটি আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে। এর প্রতিষ্ঠাতা মিস আই নিজেই একজন হিজড়া। তিনি জানিয়েছেন, মানুষের কাছ থেকে জোগাড় করা অর্থ সাহায্য দিয়ে ইস্তাম্বুলে এই আশ্রয়কেন্দ্রটি চালু করা হয়েছে।
তিনি আরও জানান, তুরস্কে হিজড়াদের অনেকেই যৌনকর্মী হিসেবে কাজ করতে বাধ্য হন কারণ সেখানে হিজড়াদের ভাগ্যে প্রায় ক্ষেত্রেই আর কোন কাজ জোটে না।
মিস আই তার নিজের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে বলেন, “আমি প্রথমে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করতে চেয়েছিলাম কিন্তু পারিনি। পরে ভাবলাম সেফ হব সেটাও পারলাম না। সবকিছুতেই বাধা।” এখন এই আশ্রয়কেন্দ্র তৈরি করে তিনি তার মতো অন্যদের সহায়তা করতে চান।
মিস আই বলেন, হিজরাদের একটি ফ্যাশন শো করেও কিছু অর্থ জোগাড় হয়েছে। তাতে প্রায় ৪৪ হাজার লিরা বা ১৯ হাজার ডলার উঠেছে।
দেশটিতে সাম্প্রতিক এক গবেষণা বলে, তুরস্কে হিজড়াদের বিরুদ্ধে প্রায়ই সহিংসতার ঘটনা ঘটে। ২০০৮ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত ৩৭ জন হিজড়াকে হত্যা করা হয়েছে। বিবিসি বাংলা।
বিডি-প্রতিদিন/ ২২ জানুয়ারি, ২০১৫/ রশিদা