এখন থেকে স্মার্টফোন মেসেজিং সার্ভিস হোয়াটসঅ্যাপের সুবিধা ওয়েব সার্ভারেও পাওয়া যাবে। তার মানে ডেক্সটপেও পাওয়া যাবে এই ফ্রি মেসেঞ্জিং সার্ভিস।
বর্তমানে হোয়াটসঅ্যাপ সোশ্যাল নেটওয়ার্কিং জায়ান্ট ফেসবুকের দখলে। ফেসবুক নিজেদের ব্লগস্পটে জানিয়েছে, ''আজ থেকে লক্ষ লক্ষ মানুষ নিজেদের ওয়েব ব্রাউসারেই হোয়াটসঅ্যাপস ব্যবহার করতে পারবেন।'' এতে স্মার্টফোন থেকে সরাসরি পিসিতেই মেসেজের আদানপ্রদান করা যাবে।
গুগলক্রোমে গিয়ে https://web.whatsapp.com টাইপ করলেই হোয়াটসঅ্যাপের সঙ্গে কানেক্টেড থাকা যাবে। এর ফলে একটা QR কোড মিলবে। হোয়াটসঅ্যাপের মধ্যে এই কোডটি স্ক্যান করতে হবে। ফোন থেকে হোয়াটসঅ্যাপের ওয়েব ক্লায়েন্টদের সঙ্গে যোগসূত্র স্থাপন করা যাবে। তবে এর জন্যে ফোনে ইন্টারনেট কানেকশন থাকা আবশ্যক। এছাড়া হোয়াটসঅ্যাপের লেটেস্ট ভার্সন ইনস্টল করে নিতে হবে।
বিডি-প্রতিদিন/ ২২ জানুয়ারি, ২০১৫/ রশিদা