গিনেস বুকে ঠাঁই করে নিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'জন-ধন যোজনা' প্রকল্প। প্রায় পাঁচ মাসে সাড়ে ১১ কোটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার এমন ঘটনা এর আগে ঘটেনি। এমনকী এক সপ্তাহে এককোটি ৮ লক্ষ অ্যাকাউন্ট খোলার রেকর্ডটিও ঠাঁই পেয়েছে গিনেস বুকে।
সাংবাদিক সম্মেলন করে 'জন-ধন যোজনা' প্রকল্পের বিষয়ে এমনটাই জানালেন দেশটির কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। তিনি বলেন, 'বর্তমানে ভারতের অধিকাংশই ব্যাংকিং সিস্টেমের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছেন। 'জন-ধন যোজনা' প্রকল্পের অধীনে সরকারের লক্ষ্য ছিল ২৬ জানুয়ারির মধ্যে সাড়ে সাত কোটি ব্যাংক অ্যাকাউন্ট খোলা। সেখানে ১৭ জানুয়ারির মধ্যেই সেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। এর মধ্যে ৬০ শতাংশ অ্যাকাউন্ট গ্রামে এবং ৪০ শতাংশ অ্যাকাউন্ট শহরে খোলা হয়েছে। আবার মোট অ্যাকাউন্ট হোল্ডারের ৫১ শতাংশ নারী। তাই প্রধানমন্ত্রীর এই প্রকল্পকে বিশ্বের মধ্যে আর্থিক অন্তর্ভুক্তির একটি বড় উদ্যোগ এবং 'অর্থনীতি পরিবর্তনের একটি খেলা' বলেও উল্লেখ করেন অরুণ জেটলি।
বিডি-প্রতিদিন/২২ জানুয়ারি ২০১৫/রাসেল/ আহমেদ