পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা বিয়েই করেন না। সেখানে ৬৬ বার ভাবতেই একটু অবাক লাগে। কিন্তু এই অসম্ভব কাজটি খুব সহজেই যেন করে ফেলেছেন ইংল্যান্ডের ম্যানচেস্টারে বসবাসকারী দম্পতি লিসা গ্যান্ট ও অ্যালেক্স পেলিং। সত্যিই এক আশ্চর্য জুটি। শীঘ্রই তারা ৬৭তম বিয়ের আসরে বসতে যাচ্ছেন। এতোবার বিয়ে করার কারণ কী?
মূলত তারা বিয়েটা করতে চাইছেন একটি পছন্দমতো স্থানে, পছন্দনীয় রীতিতে। কিন্তু কিছুতেই তা হয়ে উঠছে না। এই নিয়ে নিরীক্ষা করতে করতেই জীবন, সময় কেটে যাচ্ছে। উভয়েই যার যার কাজ থেকে অবসর নিয়েছেন পছন্দনীয় স্থানে, পছন্দনীয় রীতিতে বিয়ে করার জন্য। যেদিন কোনো স্থান, কোনো রীতি তাদের সত্যিকার অর্থেই পছন্দ হবে, সেদিনই তারা এই বিবাহ অভিযানে ক্ষান্ত দেবেন। এরপর পরিপূর্ণ মধুচন্দ্রিমার জন্যে কিন্তু শুরু হতে পারে আরো এক নতুন অভিযান!
এই বিচিত্র দম্পতি এ যাবত বিয়ে করেছেন ইংল্যান্ডে তো বটেই, সেইসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র, হাওয়াই, মেক্সিকো, হন্ডুরাস, আল সারভাদর, আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা, পর্তুগাল, ফ্রান্স, রোমানিয়া, সুইজারল্যান্ড, পাকিস্তানসহ আরো বিভিন্ন দেশে।
আর এখন তাদের সর্বশেষ বিয়েটা হতে যাচ্ছে আগামী ২৮ জানুয়ারি, নিউজিল্যান্ডে। তারা দুজনে সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন।
বিডি-প্রতিদিন/২২ জানুয়ারি, ২০১৫/মাহবুব