মানুষের জটলার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে বাচ্চাগুলো। চোখে-মুখে আতঙ্ক। হিংস্রতা দেখিয়ে দো-পেয়ে প্রাণীগুলো (মানুষ) থেকে নিজেকে রক্ষার চেষ্টা। প্রথমে বিড়ালের বাচ্চা মনে হলেও পাড়ার মুরুব্বীরা এসে নিশ্চিত করলেন এগুলো বাঘের বাচ্চা। মেছোবাঘ।
ঝালকাঠির রাজাপুর উপজেলার বাইপাস মোড়ের দিঘিরপাড় এলাকায় নতুন রাস্তার পাশে একটি পরিত্যক্ত স্থান থেকে আজ শুক্রবার মেছোবাঘের পাঁচটি সদ্যজাত শাবক আটক করেছে এলাকাবাসী। স্থানীয়রা জানান, দুপুরে ওই স্থানে বাঘের শাবকগুলোর শব্দ পেয়ে স্থানীয়রা এগিয়ে যায়। এরপর বাচ্চাগুলো দেখে তা বস্তায় ভর্তি করে লোকালয়ে নিয়ে আসে।
সরেজমিনে জানা গেছে, গত কয়েকমাস যাবৎ ওই এলাকার জঙ্গলে মেছোবাঘ এবং প্রায় একইরকম দেখতে অন্য প্রজাতির বাঘের উপদ্রব লক্ষ্য করেছে এলাকাবাসী। স্থানীয়দের বেশ কয়েকটি ছাগলছানা, হাঁস-মুরগী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটছে। বর্তমানে ওই বাঘ শাবকগুলো স্থানীয়দের হেফাজতে রয়েছে। শাবকগুলো পেলেও ওই স্থানে বড় কোন মেছোবাঘ দেখেনি স্থানীয়রা। তবে বিষয়টি ইউএনও ও পুলিশকে জানালেও বিকেল পর্যন্ত প্রশাসন বা বন বিভাগের কেউ শাবকগুলো উদ্ধার বা অবমুক্ত করেনি। এ বিষয়ে উপজেলা বন কর্মকর্তা আলমগীর হোসেনের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।
এদিকে মা ছাড়া সদ্যজাত বাচ্চাগুলো বেশিক্ষণ আটকে রাখলে এগুলোর মৃত্যু হতে পারে বলে এলাকার অনেকে মনে করলেও বাচ্চাগুলো যথাস্থানে ছেড়ে দেওয়ার কোন উদ্যোগ নিচ্ছেন না কেউ।
বিডি-প্রতিদিন/২৩ জানুয়ারি ২০১৫/আহমেদ