জার্মানিতে বছর বছর অভিবাসীর সংখ্যা বেড়েই চলছে। ২০১৩ সালের হিসাব অনুযায়ী, বর্তমানে দেশটিতে ৪ লাখ ৩০ হাজার অভিবাসী অবস্থান করছে। দেশটির অভিবাসন রিপোর্ট অনুযায়ী, অভিবাসীদের ৭৫ শতাংশই ইউরোপীয় ইউনিয়ন এবং ভারতের নাগরিক। জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী টমাস দে মেজিয়ের সম্প্রতি ২০১৩ সালের অভিবাসন প্রতিবেদন প্রকাশ করেন। ফেডারাল পরিসংখ্যান দপ্তরের নথিপত্রের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ৫০ শতাংশ অভিবাসী ১ বছরের মধ্যে জার্মানি ত্যাগ করেন। আবার প্রতি বছর যে পরিমাণ তুর্কি জার্মানিতে অভিবাসী হিসেবে প্রবেশ করে তাদের চেয়ে বেশি তুর্কি জার্মানি থেকে তুরস্কে প্রত্যাবর্তন করেন। বর্তমানে জার্মানির রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের ৬০ শতাংশ মুসলমান।
প্রতিবেদনে বলা হয়, ২০১৪ সালেও অভিবাসী প্রবেশ বেড়েছে। তবে এর পূর্ণাঙ্গ তথ্য ২০১৪ সালের প্রতিবেদনে জানা যাবে। ২০১৪ সালে ৪ লাখ ৭০ হাজার মানুষ অভিবাসী হিসেবে জার্মানিতে প্রবেশ করেছে বলে ধারণা করা হচ্ছে। এতে বলা হয়, ২০১৩ সালে জার্মানিতে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১ লাখ ৩০ হাজার মানুষ। ২০১৪ সালে এই সংখ্যা ২ লাখ ছাড়িয়েছে। এদের অধিকাংশই সিরিয়ার শরণার্থী।
২০১২ সালে ১০ লাখ ৮০ হাজার অভিবাসী জার্মানিতে প্রবেশ করেন। ২০১৩ সালে এর পরিমাণ ১২ লাখ ৩০ হাজার হয়। ২০১৩ সালে জার্মানি থেকে বের হয়েছেন মাত্র ৮ লাখ অভিবাসী। তাদের অধিকাংশই পোল্যান্ড, রোমানিয়া এবং বুলগেরিয়ায় স্থানান্তর হয়েছেন।
বিডি-প্রতিদিন/২৫ জানুয়ারি ২০১৫/শরীফ