ফের হুঙ্কার দিল মেক্সিকোর কলিমা আগ্নেয়গিরি। মেক্সিকোর কলিমা শহরের কাছে এ আগ্নেয়গিরিটিতে তৃতীয় দফা অগ্নুৎপাতের ঘটনা ঘটেছে সোমবার। ওয়েবক্যামস দি মেক্সিকো ডট কম নামে একটি প্রতিষ্ঠান অগ্নুৎপাতের ভয়াবহ দৃশ্যটি ক্যামেরায় ধারণ করে।
ভিডিও দেখতে ক্লিক করুন:
https://www.youtube.com/watch?v=X4NS2jaieoo
ভলকানো দেল ফোয়েগো নামে এই পাহাড়টিতে প্রায়শই অগ্নুৎপাতের ঘটনা ঘটে। সম্প্রতি দু’দফা অগ্নুৎপাতের পর সোমবার তৃতীয়বারের মতো লাভা উদগীরণ শুরু হয়। এতে পুরো অঞ্চলের আকাশ সাদা ধোঁয়ায় ছেয়ে যায়। বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়ছে ছাই এবং লাভা।
কলিমা ও জেলিসকো শহরের মধ্যবর্তী এই সক্রিয় আগ্নেয়গিরিটির দৈর্ঘ্য ৩ হাজার ৮৬০ মিটার।
কয়েকবছর অন্তরই এখান থেকে অগ্নুত্পাত হয়। অগ্নুৎপাত এলাকায় বসবাসকারী টুক্সপান, জ্যাপোটিলটিক এবং সিউড্যাড গুজমান সম্প্রদায়ের মানুষজনকে প্রশাসনের তরফে সতর্ক করে দেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/২৭ জানুয়ারি ২০১৫/আহমেদ