ছোটবেলা থেকে স্বপ্ন সেলিব্রেটি হওয়ার। কিন্তু কিছুতেই তা হয়ে উঠছিলো না। তাই বলে তো নিজের আশাকে ধূলিসাৎ করা যায় না। অদ্ভুত একটা কাণ্ড ঘটনাতে হবে যাতে তাকে নিয়ে টেলিভিশনগুলো খবর প্রচার করে এবং দেশের মানুষ তাকে এক নামে চিনে। তাই অনেক ভেবে একটা ফন্দি আঁটলেন নেদারল্যান্ডের এক কিশোর। আর সেটা করতেই পিস্তল হাতে ঢুকে পড়লেন টিভি স্টেশনে। সেখানে ঢুকেই সংবাদকর্মীদের তাকে টিভিতে দেখাতে বললেন, অন্যথায় গুলি করবেন বলে হুঁশিয়ারি।
নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডামের ১২ মাইল পূবে হিলভারসামে এনওএস টিভি স্টোডিওতে বৃহস্পতিবার এ শ্বাসরুদ্ধকর ঘটনা ঘটে। ওই টিভি চ্যানেলের এক প্রতিবেদক জানান, ১৯ বছর বয়সী ওই কিশোর পেশায় ছাত্র। তিনি ডাচ গোয়েন্দা সংস্থার হ্যাকিংয়ে বিভাগের সদস্য পরিচয় দিয়ে টিভি স্টেশনে ঢুকেন। কালো কোট, টাই, প্যান্ট ও সাদা শার্ট পরিহিত ওই কিশোর এরপর পিস্তল বের করে নিজেকে নিয়ে সম্প্রচারের দাবি জানান। তিনি বলেন, ‘এখানে এখন যা ঘটছে তা সরাসরি সম্প্রচার করো, নইলে সবাইকে গুলি করে হত্যা করা হবে।’
এমনকি যদি তার দাবি পূরণ করা না হয় তাহলে দেশটির বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণ ঘটানোর কথা বলেন কিশোরটি। তার এমন দাবিতে ওই টিভির সংবাদকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই শঙ্কিত হয়ে পড়েন, হয়তো শার্লি এবদোর ঘটনার পুনরাবৃত্তি ঘটতে চলেছে। এই বুঝি তাদের প্রাণ গেল।
ওই কিশোরের ঘণ্টাখানেক এমন কাণ্ডের সময় টিভির সম্প্রচার বন্ধ রাখা হয়। তবে টিভি স্টেশনের ভেতরে ক্যামেরা চলতে থাকে এবং তার পিস্তল নিয়ে হামলার ঘটনা রেকর্ডিং করা হয়। পরে পুলিশ এসে ওই কিশোরকে অস্ত্রসহ আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
বিডি-প্রতিদিন/৩০ জানুয়ারি, ২০১৫/মাহবুব