কয়েক মাস আগে বাজারে এসেছিল আইফোন ৬। এখন শুরু হয়েছে নতুন আইফোন নিয়ে জল্পনা-কল্পনা। ইতোমধ্যেই অ্যাপল নাকি এ ব্যাপারে পরিকল্পনা করছে। একইসঙ্গে ডিজাইনাররাও চিন্তা করতে শুরু করেছেন কেমন হবে আইফোন ৭।
তবে অ্যাপল যদি আইফোন ৬এস বাজারে আনে, তাহল সেটি দেখতে আইফোন ৬ এর মতো হবে, তাতে কোন সন্দেহ নেই।
আর আইফোন ৭ হলে সবদিক থেকেই থাকবে নতুনত্ব।
ওভাল পিকচারের ডিজাইনার ইয়াসির ফারাহি বেশ কিছু ছবি প্রকাশ করেছেন যেখানে তিনি দেখাতে চেয়েছেন কেমন হতে পারে আইফোন ৭।
সূত্র: ইন্টারনেট
বিডি-প্রতিদিন/ ৩১ জানুয়ারি, ২০১৫/ রশিদা