কাল ১৪ ফেব্রুয়ারি সুন্দরবন দিবস। যদিও গোটা বিশ্ব এ দিনটিকে ভালবাসা দিবস হিসেবে উদযাপন করবে, বৃহত্তর খুলনা বিভাগ তথা দক্ষিনাঞ্চলে গুরুত্ব সহকারে পালিত হবে সুন্দরবন দিবস।
সুন্দরবন রক্ষণাবেক্ষণের তাগিদে ২০০১ সালে প্রথম জাতীয় সুন্দরবন সম্মেলন থেকে এই দিনটি সুন্দরবন দিবস হিসেবে পালিত হয়ে আসছে। সে হিসেবে আগামীকাল ১৪তম সুন্দরবন দিবস।
প্রাকৃতিক দুর্যোগগে এ অঞ্চলের মানুষকে মায়ের মত আগলে রাখে সুন্দরবন। তাই 'বিশ্ব ভালবাসা দিবসে সুন্দরবনকে ভালবাসুন'- স্লোগানকে সামনে রেখে নানা অনুষ্ঠানমালার মধ্য দিয়ে পালিত হবে সুন্দরবন দিবস। সুন্দবন একাডেমির আয়োজনে খুলনায় হবে কেন্দ্রীয় অনুষ্ঠান। এ ছাড়াও বিভিন্ন জেলা উপজেলায় বেসরকারি ব্যবস্থাপনায় পালিত হবে সুন্দরবন দিবস।
বিডি-প্রতিদিন/১৩ ফেব্রুয়ারি ২০১৫/ এস আহমেদ