কুয়াকাটায় ধরা পড়েছে ৫০ কেজি ওজনের বিরল প্রজাতির একটি গোলপাতা মাছ। শুক্রবার দুপুরে বঙ্গোপসাগর থেকে মৎস্য বন্দর আলীপুরের রাজা মোল্লার ট্রলারের জেলেরা মাছটি নিয়ে আসে। এর দৈর্ঘ্য ১০ ফুট ও প্রস্থ তিন ফুট।
জেলেরা বলেন, অনেকদিন পর এতবড় গোলপাতা মাছ পেলাম। জাল তোলার সময় মনে হচ্ছিল বড় কিছু। কিন্তু সেটা যে ১০ ফুট দৈর্ঘ্যের গোলপাতা মাছ তা বুঝতে পারিনি।
মৎস্য বন্দর আলীপুরের মোল্লা ফিসে মাছটি মাত্র তিন হাজার পাঁচশ’ টাকায় বিক্রি হয়। পরবর্তী সময়ে ক্রেতারা কেজি প্রতি ১৫০ টাকা দরে মাছটি কিনে নেয়।
মাছ ব্যবসায়ী জামাল জানান, স্থানীয় পর্যায়ে মাছটির চাহিদা না থাকায় কমমূল্যে মাছটি বিক্রি হয়েছে। দেশের উত্তরাঞ্চলে মাছটি কেজি প্রতি ৪০০-৫০০ টাকায় বিক্রি হতো বলে তার ধারণা।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাস বলেন, সামুদ্রিক মাছের মধ্যে গোলপাতা নামের এ বিরল প্রজাতির মাছটি গভীর সমুদ্রে পাওয়া যায়। এ মাছ খেতে খুবই সুস্বাদু।
বিডি-প্রতিদিন/২০ ফেব্রুয়ারি ২০১৫/ এস আহমেদ